Friday, June 26

হিলারি ক্লিনটনের ১৫টি ই-মেইলের হদিস নেই


কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় থেকে হিলারি ক্লিনটনের ১৫টি ই-মেইলের আংশিক বা পুরোটার কোনো রেকর্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার এ কথা স্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। এসবের অনুলিপি মার্কিন আইন প্রণেতাদের দেয়া হয়েছে। ২০১২ সালে চালানো লিবিয়ায় মার্কিন মিশনে হামলার বিষয়ে তদন্তকারী কংগ্রেস প্যানেলের কাছে হিলারি ক্লিনটনের আস্থাভাজন ও ঘনিষ্ঠ বন্ধু সিডনি ব্লুমেন্থালের মাধ্যমে হাজার হাজার ই-মেইল বার্তা হস্তান্তর করা হয়। ব্লুমেন্থালের রাখা হিলারি ক্লিনটনের প্রায় ৩০ হাজার ই-মেইল বার্তা মার্কিন পররাষ্ট্র দপ্তরকে দেয়া হয়েছে। এতে দেখা যায়, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারি ক্লিনটনের দায়িত্ব পালনকালে ১৫টি ই-মেইল বার্তার আংশিক বা পুরোটার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পররাষ্ট্র দফতরের কর্মকর্তারাও এমন কথা স্বীকার করেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তা জোর দিয়ে বলেন, হারানো এই ১৫টি ই-মেইল বার্তার বিষয়বস্তু বেনগাজিতে চালানো ২০১২ সালের হামলার সঙ্গে প্রাসঙ্গিক নয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়