Friday, June 12

“লোভ থাকলে একাত্তরেই জিয়া ক্ষমতা দখল করতে পারতেন”


ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে ক্ষমতার লোভ ছিল না বলে দাবি করেছেন তার দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, “জিয়াউর রহমানের ক্ষমতার প্রতি লোভ থাকলে তিনি ১৯৭১ সালে যুদ্ধে জয়ী হওয়ার পরই ক্ষমতা দখল করতে পারতেন। কিন্তু তিনি ব্যারাকে ফিরে গিয়েছিলেন।” শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপিপন্থি সংগঠন স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। জিয়াউর রহমান সম্পর্কে বলতে গিয়ে মঈন খান বলেন, “অনেকে বলেন বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে। তাদের বলতে চাই এই দলের একজন সদস্য হতে পেরে আমি গর্ববোধ করি। কারণ এই দলের প্রতিষ্ঠাতা পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। পরে আবার সিপাহী বিপ্লবের মাধ্যমে জনগণ তাকে আবার দেশ রক্ষার দায়িত্ব দিয়েছিল।” আওয়ামী লীগের নেতাদের প্রতি তিনি প্রশ্ন রেখে বলেন, “কেন একজন সৈনিককে জনগণ জোর করে দেশ রক্ষার দায়িত্ব দিয়েছিল।” আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আজকে যারা নিজেদের স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করে তারা মুক্তিযুদ্ধের সময় ছিল পলায়ন পর নেতৃত্ব।বাংলাদেশের মানুষকে পরিত্যাগ করে নিজেদের আত্মরক্ষার জন্য সেইদিন ভারতে গিয়েছিলেন।” মঈন খান দাবি করেন, জিয়াউর রহমান ছিলেন সৎ। কিন্তু দুর্নীতি এখন বাংলাদেশকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তিনি ছিলেন ক্ষণজন্মা পুরুষ ছিলেন। বারবার এমন মানুষের জন্ম হয় না।জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের রূপকার। এটা নতুন প্রজন্মকে জানতে হবে। কারণ এখন পাঠ্যপুস্তকে এই সত্যগুলো লেখা হচ্ছে না।” আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “সরকার গণতন্ত্রকে বকেয়া রেখে উন্নয়নের কথা বলছে। এটা কোনো কথা হতে পারে না। ক্ষমতা আর অর্থের লিপ্সা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে।” বিএনপির নেতাকর্মীদের তিনি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, “অন্যথায় যতই সভা-সমাবেশ করি কাজ হবে না। বাংলাদেশকে অন্ধকারে হাত থেকে আলোর জগতে আনা যাবে না।” আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, ব্যারিস্টার পারভেজ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়