Monday, June 15

চীনে কাচের ব্রিজ


কানাইঘাট নিউজ ডেস্ক: চীনের ঝাংজিয়াজি ন্যাশনাল পার্কে কাঁচ দিয়ে একটি ব্রিজ তৈরি করা হয়েছে। ব্রিজটির নিচে রয়েছে সবুজ গাছে ঘেরা গভীর খাদ। প্রায় ৩০০ মিটার গভীর ঝাংজিয়াজি গ্রান্ড ক্যানিয়নের উপর তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি দৈর্ঘ্যের ও উচুঁ কাচের এই ব্রিজটি। ৩৮০ মিটার লম্বা ও ৬ মিটার চওড়া এই অবিশ্বাস্য ব্রিজটি তৈরি করার পরিকল্পনা করেন ইসরাইলের আর্কিটেক হায়িম দোতান। যাঁর ডিজাইনে তৈরি হয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। হায়িম দোতান ভাষ্যমতে, ঝাংজিয়াজি গ্লাস ব্রিজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা দূর থেকে অদৃশ্য বলে মনে হবে। ব্রিজের দুদিক স্টিলের ভীম দিয়ে ঘেরা রয়েছে। এছাড়া রয়েছে শক্ত গ্লাসের কাঠামো, এর মধ্যে খাপে খাপে রয়েছে সাসপেন্স ক্যাবল। তিনি আশা প্রকাশ করেন বলেন, "সামনের জুলাই মাসে ব্রিজের সমস্ত কাজ শেষ করতে পারা যাবে। চলতি বছরের অক্টোবর মাসেই খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য।" সূত্র: ওয়েবসাইট

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়