Wednesday, June 10

কানাইঘাটে চাঞ্চল্যকর আব্দুল্লাহ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাটে কাঠ মিস্ত্রি আব্দুল্লাহ মিয়া হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোঃ ওয়ালিউর ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামী মুজাম্মিল আলী (৩৫) কানাইঘাট থানার রাজাগঞ্জ ইউনিয়নের ময়নারপাহাড় গ্রামের কুদরত আলী কটুর পুত্র। রায়ের পাশাপাশি দন্ডপ্রাপ্ত আসামীকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা দিতে না পারলে দন্ডপ্রাপ্ত আসামী আরো ১ বছরের সশ্রম কারাভোগ করতে হবে। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামী মুজাম্মিল আলী আদালতের কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, মুজম্মিল আলী বাড়ীর ঘরে টিন লাগানোর জন্য ১৩ হাজার টাকার চুক্তিতে কাঠ মিস্ত্রি আব্দুল্লাহ মিয়া (২২) তার কাজ করেন। ২০০৮ সালের ১ মার্চ কাজের সময় আব্দুল্লাহর ভাই সুলতান মিয়া তার কাছে টাকা আনতে যায়। তখন আব্দুল্লাহ ভাই সুলতানকে টাকা দেয়ার জন্য মুজাম্মিলের কাছে টাকা চাইলে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় উত্তেজিত হয়ে মুজাম্মিল বাড়ীর উঠানে থাকা কাঠের বর্গা দিয়ে আব্দুল্লাহ মিয়ার মাথায় আঘাত করলে সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে তার ভাই সুলতান মিয়া ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এর দুদিন পর ৩ মার্চ রাত ১০ টা ৪০ মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাঠমিস্ত্রি আব্দুল্লাহ মিয়া মারা যান। এ ঘটনায় নিহত আব্দুল্লার পিতা রুপা মিয়া বাদী হয়ে একমাত্র মুজাম্মিল আলীকে আসামী করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নং- ৩ (০৮-০৩-২০০৮)। দীর্ঘ তদন্ত শেষে কানাইঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম মুন্সি একমাত্র মুজাম্মিল আলীকে আসামী করে একই বছরের ২৭ জুন আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ২৩ নভেম্বর থেকে আদালত এ মামলার বিচারকার্য্য শুরু করেন। দীর্ঘ শুনানী ও ১৩ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামী মুজাম্মিল আলীকে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট মোস্তফা দিলওয়ার আজহার ও আসামীপক্ষে স্টেট ডিফেন্স এডভোকেট এমএ মালিক মামলাটি পরিচালনা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়