Friday, June 12

দাঁত মাজবেন কী দিয়ে?


কানাইঘাট নিউজ ডেস্ক: কাপড় পরিষ্কার করে কাচতে যেমন সাবান লাগে, কোনো জিনিস ভালো রাখতে যেমন তার যত্ন করতে হয়, তেমনি আমাদের মুখের সুন্দর দাঁতগুলো পরিষ্কার করতেও চাই পরিষ্কারক কিছু। কী হতে পারে দাঁত পরিষ্কারের হাতিয়ার হিসেবে? আগে মানুষ দাঁত পরিষ্কারই করত না। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ দাঁত পরিষ্কারের কথা চিন্তায় নিয়ে এলো। নানারকম জিনিস দিয়ে দাঁত মাজতে লাগল। যেমন—ছাই, কয়লা, বালু, মাটি ইত্যাদি ইত্যাদি। এ ছাড়াও গাছের নরম ডাল, মোড়ানো পাতাও বাদ গেল না। একে মেসওয়াকও বলা চলে। দিনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ আবিষ্কার করল দাঁত পরিষ্কারের এসব জিনিস দাঁতকে ঝকঝকে সাদা করছে, কিন্তু কিছুদিন পর দাঁতে নানারূপ সমস্যা দেখা দিল। সমস্যা দেখা দিল নরম মাড়িতেও। আবিষ্কার হল এই মাজনগুলোর দানাদার অংশ দাঁতকে ক্ষয় করার ফলেই এমন হচ্ছে। আস্তে আস্তে তৈরি হল টুথপেস্ট, টুথব্রাশ ইত্যাদি। অবশেষে টুথপেস্টকেই দাঁত পরিষ্কারক হিসেবে বিবেচনা করা হল। টুথপেস্ট কেন? দাঁত মাজার জন্য ছাই, কয়লা, বালু অর্থাত্ মোটা দানাদারযুক্ত দ্রব্য ব্যবহার করলে আমাদের দাঁতের সবচেয়ে শক্ত অংশ (যা দাঁতের বাইরের আবরণ) এনামেলকে ধীরে ধীরে ক্ষয় করে ফেলে। এরূপ প্রক্রিয়া অব্যাহত থাকলে দাঁতের অভ্যন্তরের ডেন্টিল অতঃপর পাল্প/মজ্জাকেও ক্ষয় করে ফেলে। ফলে প্রাথমিকভাবে দাঁতে শিরশির থেকে শুরু করে ব্যথা হতে পারে। এবং অনেক ক্ষেত্রে হয়ে থাকে। এ ছাড়া মাড়ি ক্ষয় হয়ে দাঁতের স্থায়িত্বও কমে যায়। টুথপেস্টের উপাদানগুলো খুব মিহি থাকে, তাই দাঁত ক্ষয় হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে বেশি বড় দানাযুক্ত টুথপেস্ট দাঁতকে ক্ষয় হতে সহায়তা করে। এক্ষেত্রে অবশ্যই টুথপেস্ট ব্যবহার করার নিয়মও অন্তর্ভুক্ত। তাই ভুল করে ছাই কয়লা দিয়ে দাঁত মেজে সাময়িক শুভ্র দাঁতের উজ্জ্বলতার চেয়ে টুথপেস্ট ব্যবহারই উত্তম। তবে যাদের টুথপেস্ট ক্রয়ক্ষমতার বাইরে তারা টুথপাউডারও ব্যবহার করতে পারেন। মুখের সৌন্দর্য বাড়াতে হলে দাঁতের সৌন্দর্য বাড়াতে হবে। তার জন্য চাই নিয়মিত এবং সঠিক নিয়মে নিয়মিত দু’বেলা টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়