Saturday, June 6

ঢাকা-ভারত বাস সার্ভিস উদ্বোধন


ঢাকা: বাংলাদেশ-ভারত দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার পৌনে তিনটায় মোদি ও মমতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ে পৌঁছে ঢাকা-শিলং-গোহাটি এবং কলকাতা-ঢাকা- আগরতালা রুটে বাস সার্ভিস যৌথভাবে উদ্বোধন করেন নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা। সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরআগে হোটেল সোনারগাঁওয়ে মোদির সঙ্গে একান্ত বৈঠক করেন মমতা। বৈঠক শেষে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওয়ানা হন দ্বিপাক্ষিক বৈঠকের উদ্দেশ্যে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮১ জনের সফরসঙ্গী নিয়ে দুই দিনের সফরে শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছান। তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। ঢাকায় নেমে বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশের মন্ত্রিপরিষদ, তিন বাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন নরেন্দ্র মোদি। এরই মধ্যে নরেন্দ্র মোদি সাভারের জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়