Thursday, June 11

বেদনার ‘সাদা মেঘ নীল ক্যানভাস’


কানাইঘাট নিউজ ডেস্ক: মাছরাঙা টেলিভিশনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘সাদা মেঘ নীল ক্যানভাস’। আহসান কবির লিটনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন কল্যাণ, অপর্ণা, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। গল্পে দেখা যাবে, নজরুল সাহেবের ছোট মেয়ে মিনা মানসিক প্রতিবন্ধী। বড় মেয়ে রিনা ভালোবাসে মামুনকে। একসময় সে জানতে পারে, তার ভালবাসার মানুষ রিনা নয়, মিনা। এরপর রিনার পৃথিবীটা ওলটপালট হয়ে যায়। নিজেকে সামলানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। মামুনকে না পাওয়ার বেদনা তাকে বিধ্বস্ত করে দেয়। কিন্তু কাউকে কিছু বলতে পারে না। একদিকে ছোট বোন, অন্যদিকে ভালোবাসার মানুষ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়