Saturday, June 6

কানাইঘাটে রেডক্রিসেন্টের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সাবেক সাংসদ বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার বলেছেন বাংলাদেশ আজ সকল ক্ষেত্রে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আর কেউ আমাদেরকে ধাবিয়ে রাখতে পারবে না। অচীরেই আমাদের মেধাবী শিক্ষার্থীরা সব ক্ষেত্রে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে বিশ্ব পরিমন্ডলে নিজেদের মেলে ধরার মাধ্যমে নেতৃত্ব দেবে এবং প্রশিক্ষিত জনশক্তি শ্রম বাজারের নিয়ন্ত্রণ নিতেও সক্ষম হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উপর সর্বোচ্চ গুরুত্বারুপ করে শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা এবং তাদের মেধা বিকাশের জন্য স্কলারশীপ সহ সব ধরনের সুযোগ সুবিদা বৃদ্ধি করেছে। শিক্ষার সামগ্রিক উন্নয়নে মান সম্পন্ন শিক্ষার উপর গুরুত্বারুপ করে এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে সরকারের পাশাপাশি অগ্রণী ভূমিকা রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। হাফিজ আহমদ মজুমদার শনিবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা পরিষদের উদ্যোগে দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তি ২০১৫ প্রদান উপলক্ষ্যে ইউটিডিসি হলে আয়োজিত এক ছাত্র-সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও পরিষদের সিও বিপ্লব কান্তি দাস অপুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, জেলা আ’লীগের সিনিয়র সদস্য জমির উদ্দিন প্রধান, জকিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি লোকমান হোসেন চৌধুরী, জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম। বক্তব্য রাখেন, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, কানাইঘাট কমিউনিটি কাবের সভাপতি সিরাজুল ইসলাম খোকন, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের (রাজস্ব ফান্ড) থেকে সরকারী অর্থায়নে এবারের পিএসসি, জেএসসি, এসএসসি এবং মাদ্রাসা বোর্ডের সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বৃত্তি ও জিপিএ প্রাপ্ত দরিদ্র ও মেধাবী ২০৫ জন শিক্ষার্থীদের মধ্যে এককালীন ৪ লক্ষ ১০ হাজার টাকার নগদ বৃত্তি তুলে দেন প্রধান অতিথি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। অনুষ্ঠানের শুরুতে হাফিজ আহমদ মজুমদার উপজেলার লক্ষীপ্রসাদ ইউপির সীমান্তবর্তী রাতাছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নাম ফলকের শুভ উদ্বোধন করেন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া সহ পরিষদের জনপ্রতিনিধি এবং কানাইঘাট কমিউনিটি কাবের নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে হাফিজ আহমদ মজুমদারকে ৫নং বড়চতুল ইউপি মুক্তিযোদ্ধা কমান্ড অফিসের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়