Thursday, June 11

ট্রাক চাপায় নিহত ৩


কানাইঘাট নিউজ ডেস্ক: নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডের কাছে ট্রাকের নিচে চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার রাত পৌনে ১১টার দিকে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডের কাছে ধানবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। শ্রমিকরা যন্ত্র দিয়ে ট্রাকটি উঁচু করে মেরামত করছিলেন। এসময় হঠাৎ যন্ত্রটি (জগ) সরে গেলে ট্রাক উল্টে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে একজন ও নাটোর সদর হাসপাতালে নেওয়ার পর আরও দু’জনের মৃত্যু হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়