Tuesday, June 16

কল্পনাও করিনি খালার কাছ থেকে ফুলের তোড়া নেব


কানাইঘাট নিউজ ডেস্ক: লেবার পার্টির এমপি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ান সিদ্দিক বলেছেন, তিনি মঞ্চে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ফুলের তোড়া নেবেন এ কথা কখনো কল্পনা করেননি। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় পার্ক লেন হোটেলে এক নাগরিক সংবর্ধনায় টিউলিপ এ কথা বলেন। বিশেষ করে বহুপ্রতীক্ষিত ছিল সীমান্ত চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য অর্জনের জন্য তাঁর সম্মানে এই সংবর্ধনার আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোরুজ্জামান চৌধুরী বক্তৃতা করেন। এতে প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া সম্মাননা পাঠ করেন বিশিষ্ট সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক। প্রধানমন্ত্রীর কাছ থেকে ফুলের তোড়া ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ গ্রহণের পর হাউস অব কমন্সের কয়েকজন এমপি সংবর্ধনায় বক্তৃতা করেন। এর মধ্যে রয়েছেন হ্যাম্পস্টেড ও কিল্লবার্নের লেবার পার্টির এমপি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, কার্ডিফের লেবার পার্টির এমপি জো স্টিভেন্স, ইলফোর্ড নর্থের লেবার পার্টির এমপি ওয়েস স্ট্রির্টিং, ইলফোর্ড সাউথের লেবার পার্টির এমপি মাইক গ্যাপস এবং সুথান ও চিফ থেকে নির্বাচিত কনজারভেটিভ পার্টির এমপি পল স্কাউলি। এ ছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, ঝিনাইদহের আওয়ামী লীগের এমপি নবী নেওয়াজ, প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এবং ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলন। সংবর্ধনার শুরুতে ১৫ আগস্টের হত্যাযজ্ঞে বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদগণ, শহীদ জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের শহীদগণ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মৃতির সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের সমর্থন ছাড়া তিনি বৃটিশ পার্লামেন্টে নির্বাচিত হতে পারতেন না। মুহুর্মুহু করতালির মধ্যে আবেগাপ্লাত টিউলিপ বলেন, ‘আপনারা অনেক করেছেন। আপনাদের সমর্থন, স্নেহ ও ভালোবাসা ছাড়া আমি এ অবস্থানে আসতে পারতাম না।’ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তার নির্বাচনী এলাকার জনগণকে ধন্যবাদ জানিয়ে লেবার পার্টির এই এমপি বলেন, তিনি ৭ মে’র নির্বাচনে এক হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। তার এই নির্বাচনী আসনে বাঙালি ভোটার রয়েছেন এক হাজার। নির্বাচনে বাংলাদেশ বংশোদ্ভূত অপর দুই পার্লামেন্ট সদস্য রুশনারা আলী ও ড. রুপা হকের নির্বাচনের কথা উল্লেখ করে টিউলিপ বলেন, তিনি গর্বিত যে, যুক্তরাজ্যের এবারের নির্বাচনে তিনজন বাঙালি নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, আগামী ডিসেম্বরে তিনি বাংলাদেশ সফরে আসবেন এবং এ সময় তিনি প্রথম সিলেট ও পরে ঢাকা যাবেন। এর আগে প্রধানমন্ত্রী ফুলের তোড়া ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী হস্তান্তরকালে তাঁর ভাগ্নি টিউলিপকে জড়িয়ে ধরে কপালে চুমু দেন। অন্যান্য বৃটিশ এমপি অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের বিস্ময়কর সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তারা বৃটিশ অর্থনীতির পাশাপাশি রাজনীতি, সমাজ ও সংস্কৃতিতে প্রবাসী বাংলাদেশীদের ব্যাপক অবদানেরও প্রশংসা করেন। বৃটিশ হাউস অব কমান্সের সদস্যরা ‘জয় বাংলা’ বলে অনুষ্ঠানে তাদের বক্তৃতা শেষ করেন। অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশ প্রত্যেক খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে। গত ৬ বছরে দেশ এভাবে এগিয়ে যাবে এটা কেউ কল্পনা করতে পারেনি। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়তে তার নিজস্ব চিন্তা-ভাবনার কথা উল্লেখ করে বলেন, ৫ থেকে ৬ বছর আগে দেশে ডিজিটালের মতো কোনো কিছুর অস্তিত্ব ছিলো না। কিন্তু বাংলাদেশ এখন ডিজিটাইজেশনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। -

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়