Wednesday, June 10

ব্যারিস্টার রফিকুলের জামিন বহাল


ঢাকা: হরতাল-অবরোধে গাড়ী ভাংচুর, পেড়ানোর অভিযোগ এনে রাজধানীর পল্ববী ও মিরপুর থানায় দায়ের করা সাত মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাইকোর্টে দেয়া জামিনাদেশ স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার বিচারপতি। বুধবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষ রফিকুল ইসলাম মিয়াকে দেয়া হাইকোর্টর জামিন আদেশ স্থগিত করতে একটি আবেদন করেছিলো, সে আবেদনের শুনানী করে বুধবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তার আদেশ বলেন, ‘নো অর্ডার’। অর্থাৎ মিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ আদালতে রফিকুল ইসলাম মিয়ার পক্ষে শুনানী করেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। উল্লেখ্য, এর আগে গত ২৬ মে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্টের বেঞ্চ তাকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়