Tuesday, June 23

মুস্তাফিজের সামনে অনন্য দুই রেকর্ড


কানাইঘাট নিউজ ডেস্ক: মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেট দলের এক উজ্জ্বল নক্ষত্র। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে ৫টি উইকেট ও দ্বিতীয় ওয়ানডেতে ৬টি উইকেট নিয়ে আলোচনায় তিনি। এবার কি আরেকটি চমক দেবেন মুস্তাফিজুর রহমান? অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব। এবার বিশ্বরেকর্ড গড়ে নিজেকে প্রতিষ্ঠিত করার অপেক্ষায় মুস্তাফিজ। প্রথম দুই আন্তর্জাতিক ম্যাচে ১১ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। প্রথমটিতে ৫টি ও পরেরটিতে ৬ উইকেট। তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট নেওয়ার রেকর্ড অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিসের। মুস্তাফিজ মাত্র ২ উইকেট নিলেই হ্যারিসকে ছুঁয়ে ফেলবেন। আর তিন উইকেট পেলে অসি পেসারকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বেন। ২০১০ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে রায়ান হ্যারিস ৩ ম্যাচ সিরিজে নিয়েছিলেন ১৩ উইকেট। শুধু এটাই না, পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াকার ইউনুসের একটি রেকর্ড ছোঁয়ার সম্ভবনা রয়েছে সাতক্ষীরার এই পেসারের। ওয়ানডেতে টানা তিন ম্যাচে ৫ উইকেট নেওয়ার একমাত্র রেকর্ডটিও ওয়াকারের দখলে। ১৯৯০ সালে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ রেকর্ড গড়েছিলেন ওয়াকার। তবে নিজের ২৪তম ওয়ানডে খেলার পর রেকর্ডটি গড়েছিলেন ওয়াকার। সেক্ষেত্রে মুস্তাফিজ নিজের তৃতীয় ম্যাচে পাঁচ উইকেট নিতে পারলে বিশ্বরেকর্ড হবে। এর আগে নিজের দ্বিতীয় ম্যাচে ছয় উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে অভিষেক ও তার পরের ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন মুস্তাফিজ। এ ছাড়া প্রথম দুই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার মুস্তাফিজ। মুস্তাফিজকে ঘিরেই বাংলাওয়াশের পরিকল্পনা চলছে বাংলাদেশ শিবিরে। মুস্তাফিজের অনন্য দুই রেকর্ডের সঙ্গে বাংলাওয়াশ হয়ে গেলে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের পাতায় আলাদা জায়গা পাবে ২৪ জুন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়