Wednesday, June 10

এক পেসারে কতদূর যাবে বাংলাদেশ?


কানাইঘাট নিউজ ডেস্ক: একটানা বল করতে তার জুড়ি নেই। এই ক্ষমতার জোরেই জাতীয় দলে ডাক পেয়েছেন। পাকিস্তান সিরিজে শাহাদাত হোসেন ইনজুরিতে পড়ায় সেই ক্ষমতা কাজে লাগান তিনি। টানা ১৫ ওভার বল করেন। ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও তার একার ওপর ভরসা রেখেছে বাংলাদেশ। একাদশে বিশেষজ্ঞ পেসার বলতে তিনি একা! বাংলাদেশের এমন একাদশ নির্বাচনে চারদিকে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে বাধ্য হয়ে এক পেসার খেলিয়ে বিপদে পড়েছিল টাইগার-বাহিনী। ওদিকে দেশজুড়ে চলছে তাপদাহ। সকালে ফতুল্লার আকাশে মেঘ থাকলেও গরম এতটুকু কমেনি। এমন অবস্থায় শহীদ একা কতক্ষণ বল করতে পারবেন, তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। এই প্রতিবেদন লেখার সময়, সাত ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ ৩৬। বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেট রক্ষক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম, মোহাম্মদ শহীদ, জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম। ভারত : মুরালি বিজয়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), অশ্বিন, হরভজন সিং, ইশান্ত শর্মা, বরুন অ্যারন, উমেশ যাদব।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়