Monday, June 1

প্রাণ বাঁচালেন টেইলর সুইফট


বিনোদন ডেস্ক: পপতারকাদের কত ধরনের সুনামই না আছে। কিন্তু সাম্প্রতিক এক ঘটনায় পপভিভা টেইলর সুইফট যে অদ্ভুত সাধুবাদ পেলেন ভক্তদের কাছ থেকে, সেটা সত্যিই অতুলনীয়। টেইলর সুইফটের কল্যাণে প্রাণ বাঁচল জনাকয়েক কিশোর-কিশোরীর। না, হাত ধরে তাদের উদ্ধারে এগিয়ে আসার সুযোগ মেলেনি টেইলরের। বরং সম্প্রতি আয়োজিত টেইলরের লুসিয়ানা প্রদেশের ব্যাটন রুজে আয়োজন করা ১৯৮৯ কনসার্টে যোগ দিতে আসা ওই ভক্তদের হাতে থাকা কনসার্টের বিশেষ আলোকোজ্জ্বল বাজুবন্ধই বাঁচিয়েছে প্রাণ। টেইলর সুইফটের অফিসিয়াল ওয়েবসাইটে দাবি করা হয়, কনসার্ট থেকে গভীর রাতে বাড়ি ফেরার পথে চালক ক্লান্তিজনিত কারণে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে আছড়ে পড়ে। এতে আটকা পড়ে গাড়ির যাত্রী কিশোর-কিশোরীরা। পরবর্তী সময় প্রত্যেকের হাতে থাকা এলইডি বাতি সমৃদ্ধ কনসার্টের বিশেষ বাজুবন্ধের কল্যাণে দুর্ঘটনাকবলিতদের নজরে আসে এলাকাবাসীর, প্রাণে রক্ষা পান তারা। সত্যি, টেইলরের জন্য বেশ সৌভাগ্যসূচক ঘটনা বৈকি! কন্টাক্ট মিউজিক

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়