ঢাকা:
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আগামী নির্বাচনের আগেই বিএনপি খণ্ড-বিখণ্ড হয়ে মুসলিম লীগের মতো হয়ে যাবে। পাকিস্তান আমলে ক্ষমতাসীন মুসলিম লীগ বাংলাদেশ হওয়ার পর ক্ষয়িষ্ণু হয়ে বর্তমানে শুধু নাম টিকিয়ে রেখেছে।’
জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় জাতীয় প্রেস ক্লাবে ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি’ দীর্ঘদিন পর দায়িত্ব নেওয়ায় তাদের অভিনন্দন জানান খাধ্যমন্ত্রী।
কামরুল ইসলাম বিএনপি গঠনের ইতিহাস তুলে ধরে বলেন, ‘ষড়যন্ত্রের মধ্য দিয়ে জামায়াতের গর্ভে বিএনপির জন্ম। জিয়াউর রহমানের উত্থান ষড়যন্ত্রের মধ্য দিয়ে।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে জিয়া-বিএনপির উত্থান। একাত্তরের ঘাতকদের নিয়ে বিএনপি একটা ককটেল পার্টি। ষড়যন্ত্রের মধ্য দিয়ে যে দলটির জন্ম, এখনও সেই দলটি ষড়যন্ত্র করছে।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘মোদী সাহেবের সাথে বেগম খালেদা জিয়া সাক্ষাৎ করতে গেছেন, সেই খানে মওদুদ সাহেবের মতো সিনিয়র নেতা অনুপস্থিত। এরা ধ্বংসের দ্বারপ্রান্তে উপস্থিত। এরা বিলীন হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই।’
বাংলাদেশের স্বাধীনতাবিরোধী কোনো দলের অস্তিত্ব আগামীতে থাকবে না ঘোষণা দিয়ে কামরুল বলেন, ‘বাংলাদেশে সরকারি দল ও বিরোধী দল সবাইকে মুক্তিযুদ্ধের পক্ষের হতে হবে।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়