Saturday, June 6

ডট-কম যুগের অবসান?


প্রযুক্তি ডেস্ক: পৃথিবীর সবচেয়ে সুপরিচিতি ওয়েব ডোমেনের নাম ডট-কম। বিশ্বব্যাপী সাড়ে ১১ কোটি ডোমেইন রয়েছে এর, যা পৃথিবীর মোট ডোমেইন অ্যাড্রেসের ৪২ ভাগ। তবে প্রতিষ্ঠার ৩০ বছর পর এখন প্রশ্ন উঠেছে যে ডট-কম তার আধিপত্য ধরে রাখতে সক্ষম হবে কি? প্রথমে এটি চালু করেছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিরক্ষা মন্ত্রণালয়। তখন এটি বাণিজ্যিক ব্যবহারের জন্য তৈরি করা হয়। এরপর ১৯৮৫ সালের ১৫ মার্চ প্রযুক্তি কোম্পানি সিম্বোলিকস প্রথম ডট-কম ডোমেইনে তার ওয়েস অ্যাড্রেস নিবন্ধন করে যার নাম হয় symbolics.com. এরপর ২০০৯ সালে এই ডোমেইনটি কিনে নেয় এক্সএফ ডট-কম যা ইন্টারনেট জগতে সবচেয়ে পুরনো নিবন্ধিত ডট-কম ডোমেইন। প্রথমে এর প্রবৃদ্ধি ছিল খুবই মন্থর। মাত্র কয়েকটি কোম্পানি ডট-কম ডোমেইনে তাদের ওয়েব অ্যাড্রেস নিবন্ধন করে। তবে ১৯৯৭ সালে ডট-কমের গ্রাহক সংখ্যা ১০ লাখ উন্নীত হয়। এরপর ইন্টারনেটের বিকাশ ঘটলে দ্রুত বাড়তে থাকে ব্যবহারকারীর সংখ্যা। পরে ডট কম, ডট অরগ এবং ডট নেট চালু হয়। এখন তো ইন্টারনেট ছাড়া জীবন চিন্তা করাই কঠিন। সময়ের পরিক্রমায় ডট-কমের গ্রাহক বেড়েছে বিপুলহারে। আজকে ডট-কমের মাধ্যমে ইন্টারনেট জগতে প্রবেশ করে কোটি কোটি মানুষ। এই ড্রোমেইনে ব্রাউজ হচ্ছে লাখো কোটি বার। বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান ডট-কমেই আস্থা রাখছে। বস্তু ইন্টারনেট আর ডট-কম যেন এখন একে অন্যের পরিপূরক। ডট-কমের নিবন্ধিত পরিচালনা কর্তৃপক্ষ ভেরিসাইনের সিইও এবং প্রেসিডেন্ট জিম বিদজোস বলেন, ডট-কম শুধু একটি অ্যাড্রেস মাত্র নয়। বিশ্বে স্বীকৃতি এবং শ্রদ্ধেয় ব্র্যান্ড এটি। বিশ্বের সেরা ৫০০ কোম্পানির প্রথম ১০০টির প্রত্যেকেই ডট-কম ব্যবহার করছে। তবে মুশকিল হচ্ছে সাড়ে ১১ কোটি ডট-কম ডোমেইন নাম থাকার পর এখন আর পছন্দ অনুযায়ী নাম পাওয়া যাচ্ছে না। যদি একান্তই পেতে চান তবে খরচ করতে হবে বিপুল অর্থ। যেমন সম্প্রতি ebola.com বিক্রি হয়েছে ২ লাখ ডলার বা দেড় কোটি টাকার বেশি দামে। এজন্য এখন আবার দেশভিত্তিক ডট-কমের ব্যবহার শুরু হয়েছে, যেমন avon.uk.com অথবা activia.us.com। এ ধরনের আরো কিছু ব্যবস্থা তৈরি হয়েছে। তবে ভেরিসাইন বলছে, ডট-কমের আধিপত্য শেষ হওয়ার নয়। সূত্র:দা টেলিগ্রাফ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়