Monday, June 15

ফ্রান্সের ঐতিহাসিক গির্জায় অগ্নিকাণ্ড


কানাইঘাট নিউজ ডেস্ক: পশ্চিম ফ্রান্সের ঐতিহাসিক গির্জা (খ্রিস্ট সম্প্রদায়ের উপাসনালয়) সেইন্ট-দোনতিয়েনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে নান্টিস শহরে এ ঘটনা ঘটে। গির্জার মুখপাত্র বেনিয়ত বাট্রান্ড স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, সোমবার সকালে আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রার্থনাকারীদের সরিয়ে নেওয়া হয়। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে গির্জার ভেতরে থাকা অনেক মূল্যবান জিনিস এবং ভবনের ছাদ ধ্বংস হয়েছে। বিবিসি জানিয়েছে, অন্তত ৪০ জন অগ্নিনির্বাপণকারী দ্রুত চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। ভবনের ছাদে কাজ করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে খবরে উল্লেখ করা হয়েছে। নান্টিস শহরের মেয়র জোহানা রোলান্ড বলেছেন, গির্জাটি ক্যাথোলিক সম্প্রদায়ের লোকদের জন্য গুরুত্বপূর্ণ প্রতীক। তিনি অগ্নিনির্বাপণকর্মীদের দ্রুত ও সাহসী অভিযানের প্রশংসা করেন। প্রসঙ্গত, ১৯ শতকে গির্জাটি তৈরি করা হয়। ধর্মীয় যুদ্ধে শহীদ (মৃত) সাধু দোনাতিয়েন ও সাধু রোগাতিয়েনের স্মৃতির উদ্দেশে গির্জাটি উৎসর্গ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়