Monday, June 15

বছরের ১০০ তম শিরশ্ছেদ করেছে সৌদি আরব


কানাইঘাট নিউজ ডেস্ক: মাদক চোরাচালান ও হত্যার দায়ে এক সিরিয়ান ও সৌদি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে সৌদি আরবে। সোমবার ওই ব্যক্তিদের দণ্ড কার্যকরের মাধ্যমে এ বছর ১০০ তম শিরশ্ছেদ করল দেশটি। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গত বছর দেশটিতে ৮৭ জনকে শিরশ্ছেদ করা হয়েছিল। এ বছরের প্রথম ছয় মাস না পেরুতেই তা ১০০ জনে পৌঁছেছে। তবে সৌদি ১৯৯৫ সালে সবচেয়ে বেশি দণ্ড কার্যকর করা হয়। সে বছর ১৯২ জনকে শিরশ্ছেদ করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরিয়ার নাগরিক ইসমাইল আল-তাওম ‘চোরাচালানের মাধ্যমে সৌদিতে বড় পরিমাণ নিষিদ্ধ অ্যাম্ফিটামিন বড়ি এনেছেন।’ তাকে জাওফের উত্তরাঞ্চলে শিরশ্ছেদ করা হয়। অপর একটি বিবৃতিতে জানানো হয়, সৌদি নাগরিক রামি আল-খালদিকে অপর এক সৌদি নাগরিককে ছুরিকাঘাত করে হত্যার দায়ে শিরশ্ছেদ করা হয়। পশ্চিমাঞ্চলের প্রদেশ তায়েফে তার দণ্ড কার্যকর করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়