Friday, June 12

পার্লার খুলছেন অপু


বিনোদন ডেস্ক: ঢালিউডের ব্যস্ত নায়িকা অপু বিশ্বাসের অভিনয়ের পাশাপাশি ব্যবসা করার ইচ্ছাটা অনেক দিনের পুরনো। এরআগে দুইবার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজধানীর গুলশানে একটি আধুনিক পার্লার করবেন। কিন্তু কাজের চাপে সেটা সম্ভব হয়নি। এবার আর সিদ্ধান্তের নড়চড় করতে চান না অপু বিশ্বাস। এর মধ্যে পার্লার করার জন্য জায়গা দেখা শুরু করেছেন তিনি। জানা গেছে, সব কিছু ঠিক থাকলে ঈদের পর থেকেই ব্যবসাটা শুরু করতে চান আলোচিত এই নায়িকা। ছবি নির্মাণের সংখ্যা সেই সাথে তার হাতে কাজের সংখ্যাও করে গেছে। তাইতো বিকল্প কর্মসংস্থানের বন্দোবস্ত করছেন অপু। এই মুহূর্তে শাকিব খান ও কলকাতার অভিনেতা ইন্দ্রনীলের বিপরীতে 'সম্রাট : দ্য কিং ইজ হেয়ার' ছবির শুটিং করছেন অপু। আসছে ঈদে তার অভিনীত ‘লাভ ম্যারেজ’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘দুই পৃথিবী’ নামের ছবিটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়