Saturday, June 20

তরমুজ জাদুঘর


কানাইঘাট নিউজ ডেস্ক: তরমুজ জাদুঘরের দেখা মিলবে চীনের বেইজিংয়ে। জাদুঘরের ভেতরেই কেবল যে তরমুজ, তা নয়। জাদুঘর ভবনটির আদলও ফলটির মতোই। বেইজিংয়ের জাদুঘরটি কেবল তরমুজের জন্যই উৎসর্গ করা হয়েছে। ঘরের কোণে কোণে তরমুজ সাজানো। মাথার ওপর সিলিংয়েও কায়দা করে বসানো লাল টুকটুকে তরমুজের ফালি। কেউ বা ধরে দাঁড়িয়ে আছে বিশাল সাইজের একটি। তার সামনে পড়ে আছে আরও কয়েকটি। একপাশে ছেলের দল তরমুজের মিষ্টি রসে বুঁদ, অন্যপাশে কৃষক ব্যস্ত তার তরমুজ খামারে_ ঘরের দেয়ালে এমনই পোস্টার সাঁটানো। মোটকথা, যেদিকে তাকানো যায়, সেদিকেই তরমুজ। তরমুজের জুস যার পছন্দের, তার রসনা একটু লোভাতুর হতেই পারে। তবে তার জন্য দুঃখেরই কথা। চারপাশে তরমুজের ছড়াছড়ি হলেও আসল নয় এক ফালিও। এ যে তরমুজের জাদুঘর! তরমুজের প্রতি উৎসাহিত করা হয়েছে দশর্ক-পর্যটকদের। কারণ, শহরটির আশপাশে প্রচুর তরমুজের চাষ হয়ে থাকে। তবে জাদুঘরটিতে ফলটির জন্মদেশ দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের তরমুজের ছবি ও তথ্য পাওয়া যাবে। দর্শনার্থীর জন্য জাদুঘরের ভেতরে ৪৩ হাজার বর্গফুট স্থানজুড়েই রয়েছে বিভিন্ন দেশের নানা আকার-আকৃতি ও রঙের তরমুজ। আর তরমুজ পচে যে গন্ধ ছড়াবে, সে ভয়ও নেই। কারণ, সাজিয়ে রাখা সব তরমুজই মোমের তৈরি। তো, তরমুজের ছবি দেখে তো আর মনের আশ মিটবে না, তৃপ্ত হবে না রসনা। এ কথা ভেবেই দর্শনার্থীদের একেবারেই বিমুখ করেনি জাদুঘর কর্তৃপক্ষ। বের হওয়ার সময় গেটে মিলবে তরমুজের জুস। এ জুস অবশ্য আসল তরমুজের।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়