কানাইঘাট নিউজ ডেস্ক:
গ্যালাক্সি জে১ এবং গ্যালাক্সি কোর প্রাইম মডেলের ফোনের দাম কমিয়েছে স্যামসাং। এর মধ্যে ১১ হাজার ৯০০ টাকা দামের গ্যালাক্সি জে১ এখন পাওয়া যাচ্ছে ১০ হাজার ৯৯০ টাকায় এবং ১৩ হাজার ৯০০ টাকা দামের কোর প্রাইম কেনা যাচ্ছে ১২ হাজার ৯৯০ টাকায়।
স্যামসাং কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের মোবাইল বিভাগের প্রধান হাসান মেহেদি বলেন, ‘দেশে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে। তাদের কাছে স্মার্টফোনকে আরও উপভোগ্য করে তুলতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
গ্যালাক্সি জে১ স্মার্টফোনে রয়েছে ডব্লিউভিজিএ পিএলএস প্রযুক্তির ৪ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে আর কোর প্রাইমে রয়েছে সাড়ে চার ইঞ্চি মাপের এলসিডি ডিসপ্লে। স্মার্টফোন দুটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগা পিক্সেল ও সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা।
বাংলাদেশের বাজারে গ্যালাক্সি জে১ পাওয়া যাচ্ছে সাদা, কালো এবং নীল রঙে আর গ্যালাক্সি কোর প্রাইম পাওয়া যাচ্ছে ধূসর ও সাদা রঙে।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়