Thursday, June 11

গাছবাড়ী গণদাবী পরিষদ সিলেট'র আত্বপ্রকাশ


কানাইঘাট নিউজ ডেস্ক: গাছবাড়ী প্রশাসনিক থানা বাস্তবায়ন, গাছবাড়ী ফায়ার সার্ভিস স্থাপন, গাছবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ১শ' শয্যায় উন্নীতকরণ, গাছবাড়ী যাতায়াত ব্যাবস্থার উন্নয়ন, গাছবাড়ী সিএনজি ভাড়া হ্রাসকরণ, গাছবাড়ী আইডিয়্যাল কলেজে অনার্স কোর্স চালু সহ বিভিন্ন গণদাবী বাস্তবায়নের লক্ষ্যে গাছবাড়ী গণদাবী পরিষদ সিলেট'র আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে তাওহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও আতিক সামীর উপস্থাপনায় সভায় বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর রাজা ম্যানশনে অপূর্ব মিডিয়ায় কমিটি অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক তাওহীদুল ইসলামকে আহ্বায়ক , এডভোকেট খায়রুল আলম বকুল কে সদস্য সচিব, মো. এমাদুর রহমান, আতিক সামী ও এবাদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন- সালিম আসলাম, শাহীন আহমদ, মাছরুর আহমেদ আপন, ইকবাল হোসাইন,সুলায়মান আল মাহমুদ,আব্দুল্লাহ, সালেহ আহমদ, আব্দুল্লাহ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়