Tuesday, June 23

রাজ্জাককে ফিরিয়ে আনা নিয়ে জটিলতা কাটেনি


ঢাকা: মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) হাতে আটক বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে দেশে ফিরিয়ে আনায় জটিলতা কাটেনি এখনও। বিজিবি মহাপরিচালক শর্তহীনভাবে তাকে ফিরিয়ে আনার কথা জানালেও এখন পর্যন্ত পতাকা বৈঠকের কোনো আলামতই পাওয়া যাচ্ছে না। তাই নানা আশ্বাস দেয়া সত্ত্বেও এখনো অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে রাজ্জাকের পরিবার। সোমবার রাতে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, ‘আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছি। আন্তর্জাতিক বিধিবিধান মেনে চলেছি বলেই সেভাবে কোনো প্রতিক্রিয়া এখনো জানাইনি। রাজ্জাককে যেসব অস্ত্র ও গোলাবারুদসহ নিয়ে নিয়েছিল তাকে সে অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আর আশা করছি দুই একদিনের মধ্যেই রাজ্জাককে আমাদের কাছে ফিরিয়ে দেয়া হবে। ওরা এরই মধ্যে রাজ্জাককে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটি মিয়ানমার বিভিন্ন পর্যায়ে জানিয়েও দিয়েছে’। বিজিবি প্রধানের এই বক্তব্যের পরদিন দুপুর পর্যন্ত বহুল আকাঙ্ক্ষিত পতাকা বৈঠকের দিনক্ষণ ঠিক হয়নি এখনও। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা ঢাকাটাইমসকে জানান, ‘রাজ্জাককে ফিরিয়ে আনতে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠকের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি’। তবে আব্দুর রাজ্জাক ভালো আছেন বলে জানান মহসীন রেজা।তিনি বলেন, ‘বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক মিয়ানমারের বিজিপির সাথে যোগাযোগ করে রাজ্জাকের খবর নিচ্ছেন। তবে আমরা রাজ্জাকের সাথে সরাসরি কথা বলতে পারছি না’। গত ১৭ জুন কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর বিজিবির নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। তখন বিপ্লব নামে একজন বিজিবি সদস্য গুলিবিদ্ধও হন। এরপর ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার প্রতিবাদ জানিয়ে দ্রুত বিজিবি সদস্যকে ফেরত দেয়ার দাবি জানায়। বিষয়টি নিয়ে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত দেশটির পররাষ্ট্র সচিবের সাথে আলোচনা করলে জানানো হয়, নায়েক রাজ্জাক অবৈধভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেছেন। তাই এর বিচার প্রক্রিয়া শেষেই তাকে ফেরত দেয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়