Sunday, June 14

অাগামী এশিয়া কাপের আসর আমিরাতে!


কানাইঘাট নিউজ ডেস্ক: ২০১৫ সালের মার্চের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসতে পারে এশিয়া কাপ ওয়ানডে টুর্নামেন্টের পরবর্তী আসর। মালয়েশিয়ায় সম্প্রতি অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্বাহী বোর্ডের সভায় যদিও এ ব্যপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দুই বছর অন্তর আয়োজিত এ টুর্নামেন্ট আয়োজনে ইউএই শক্তিশালী প্রার্থী। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি বিশ্বস্ত সূত্র ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, 'ভারত ও শ্রীলংকাসহ টেস্ট খেলুড়ে কোনো দেশই এ টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ প্রকাশ করেনি। তাই সদস্যরা সেরা বিকল্প হিসেবে ইউএই’র কথা বিবেচনা করছে এবং আগামী মাসের বৈঠকে ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে'। ভারত গত বছর ইউএইতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) আয়োজন করেছে। তাই সেখানে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে ভারত কোনো বিরোধিতা করেনি। আগামী ডিসেম্বরে ইউএইতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দ্বিপক্ষীয় একটি সিরিজ খেলারও কথা রয়েছে। অবশ্য এ সিরিজের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ওই কর্মকতা বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আর থাকছে না, কুয়ালালামপুরে এর কার্যালয় বন্ধ করে দেয়া হয়েছে'। এশিয়া অঞ্চলের যাবতীয় কর্মকাণ্ড এখন থেকে আইসিসির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে বলে এসিসির শেষ বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়