Tuesday, June 16

মুজাহিদের ফাঁসি: বিএনপি নেতার উল্টো সুর


ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি আপিলেও বহাল রাখা হয়েছে। জোটের অন্যতম শরিক জামায়াত নেতার এই রায় নিয়ে বরাবরের মতো এবারও চুপচাপ বিএনপি। আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া নেই দলটির। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য লে: জেনারেল (অব.)মাহবুবুর রহমান ব্যক্তিগতভাবে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের প্রতি শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন। মঙ্গলবার সকালে আলী আহসান মুজাহিদের চূড়ান্ত রায় ঘোষণার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “দলের পক্ষ থেকে এ বিষয়ে কথা বলা হবে কিনা তা দলের কার‌্যালয় থেকে জানানো হবে।তবে কোনো আলোচনা হয়নি এ বিষয়ে।আপনি চাইলে আমি ব্যক্তিগতভাবে কথা বলতে পারি।” তিনি বলেন, “মানবতাবিরোধী অপরাধের বিচার তো একদিনে হয়নি।আমি মনে করি ভিকটিমকে আত্মপক্ষ সমর্থনের জন্য অনেক সময় দেয়া হয়েছে।তাই আদালতের চূড়ান্ত রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল।” বিএনপির একটি সূত্রে জানা গেছে, মুজাহিদের রায় নিয়ে দলের পক্ষ থেকে কোনো কথা বলা হবে না। দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করলেও এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। প্রসঙ্গত, জামায়াত ও বিএনপির একাধিক নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় হয়েছে।বেশ কয়েকটি রায় কার‌্যকরও করা হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে জোটের অন্যমত শরিক দলের নেতাদের বিরুদ্ধে রায় নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়