Monday, June 15

সিলেটে যাত্রা বিরতি প্রধানমন্ত্রীর : সাক্ষাৎ পাবেন আওয়ামীলীগ নেতারা


কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাজ্য সফর শেষে আগামি বৃহস্পতিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিমানযোগে তিনি সরাসরি সিলেট এসে নামবেন। বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রাবিরতি করবে। এইসময়টায় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাবেন স্থানীয় আওয়ামীলীগ নেতারা। এর আগে ২০১৪ সালের ২ অক্টোবর একইভাবে যুক্তরাজ্য থেকে ফেরার পথে সিলেট বিমানবন্দরে প্রধানমন্ত্রীর যাত্রা বিরতিতে সাক্ষাৎ করেন আওয়ামীলীগ নেতারা। সাবেক মেয়র মেয়র ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান জানিয়েছেন, ১৮ জুন বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে সরাসরি সিলেট বিমানবন্দরে এসে পৌছাবেন আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সিলেট ওসমানী বিমানবন্দরে স্বাগত জানানো হবে। যাত্রা বিরতিকালে প্রধানমন্ত্রীর সাথে স্থানীয় নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করবেন। এই সাক্ষাতের ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি রয়েছে এবং তিনি সিলেটে দলের সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে নেতাদের কাছ থেকে খোঁজখবর নেবেন বলেও আভাস পাওয়া গেছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যাবস্থাপক মো. হাফিজ আহমদ জানিয়েছেন, বাংলাদেশ বিমানের লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইটে সকাল ৯টা ১৫ মিনিটে সিলেটে এসে পৌঁছবেন মাননীয় প্রধানমন্ত্রী। বিমানটি এক ঘণ্টার বিরতি শেষে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। সিলেটে প্রধানমন্ত্রীর যাত্রা বিরতিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ১২ জুন শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ঢাকা ত্যাগ করে। বিমানটি লন্ডনের স্থানীয় সময় বিকাল ৩টা ৪৭ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। -----সিলেটের সকাল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়