বিনোদন ডেস্ক:
তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ ও অপি করিম আমাদের বিনোদন মিডিয়ার নক্ষত্র। অভিনয়গুণে দর্শকের পছন্দের শীর্ষে তাদের অবস্থান। এ তিন তারকাশিল্পী প্রথমবার একসঙ্গে নাটকে অভিনয় করলেন। রুম্মান রশীদ খানের রচনা এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটির নাম 'কেমন আছো'। এতে অভিনয় প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, 'পুরনো সহকর্মীদের সঙ্গে অভিনয় করতে সত্যিই ভালো লাগে।' অপি করিম বলেন, 'নাটকটির গল্প বা চরিত্র নিয়ে আমি তেমন কিছুই বলতে চাই না। শুধু এতটুকু বলব, আমি দীর্ঘদিন পর মাহফুজ ভাইয়ের সঙ্গে কাজ করছি।' পরিচালক জানান, ৩ জুলাই এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাটকটি প্রচার হবে। এদিকে মাহফুজ আহমেদ দুই বছর নাটকে অনিয়মিত থাকলেও এখন নিয়মিত হয়েছেন। মাহফুজ আহমেদ বলেন, 'আমার আজকের মাহফুজ আহমেদ হয়ে উঠা এ ইন্ডাস্ট্রির কারণে। আমি আমার ইন্ডাস্ট্রিকে অনেক ভালোবাসি। আমার সহকর্মীদের জন্য, আমার ইন্ডাস্ট্রির জন্য যা কিছু কল্যাণকর আমি করে যাব।' আসছে ঈদে চয়নিকা চৌধুরীর নির্দেশনায় মাহফুজ আহমেদকে দেখা যাবে 'অনুমতি প্রার্থনা', 'ছায়াবন্দি' ও 'দূর নক্ষত্রের কাছে' টেলিফিল্মে। এদিকে তৌকীর আহমেদ শেষ করেছেন তার 'অজ্ঞাতনামা' চলচ্চিত্রের কাজ।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়