Friday, June 12

ইন্দোনেশিয়ায় রাতে নারীদের জন্য কারফিউ!


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: রাত ১১টার পর ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের রাজধানীতে নারীদের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। যৌন সহিংসতা কমিয়ে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রদেশটির রাজধানী বান্দা আচেহর মেয়র জানিয়েছেন। কর্তৃপক্ষের ধারণা, নারীরা বেশি রাত করে বিনোদন কেন্দ্রসহ কর্মক্ষেত্রে অবস্থান করলেও যৌন সহিংসতা বৃদ্ধির আশঙ্কা থাকে। এদিকে, দেশটির অনেকেই এর সমালোচনা করে একে বৈষম্যমূলক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। এক বিজ্ঞপ্তিতে শহর কর্তৃপক্ষ জানিয়েছে, স্বামী কিংবা পরিবারের কোনো পুরুষ সদস্য ছাড়া সাইবার ক্যাফে, টুরিস্ট সাইট, বিনোদন কেন্দ্র কিংবা শহরের অন্যকোন স্থানে মেয়রা রাত ১১টার পর চলাচল করতে পারবে না। এমনকি কর্মক্ষেত্র থেকেও তাদের রাত ১০টার আগেই ছুটি দেওয়া হবে। যে সকল নারীরা কারফিউ অমান্য করবে তাদের কাজের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। এছাড়া আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আচেহের মেয়র লিজা সাউদ্দিন দাজমাল বলেছেন, কর্মজীবী নারীরা বেশি রাত করে কর্মক্ষেত্রে থাকলে তারা নানাভাবে যৌন হয়রানির শিকার হন। সার্বিকভাবে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছি উল্লেখ করে তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো নারীদের পূর্ণ নিরাপত্তা দেওয়া।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়