Saturday, June 6

কানাইঘাট ফাগু বাশবাড়ী মাদ্রাসার কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে। সু-শিক্ষা মানুষের মনুষ্যত্ব জাগ্রত করে, পশুত্ব ধ্বংস করে, সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখে। শিক্ষার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে পারলে তারা হবে দেশ ও জাতির আলোকিত ভবিষ্যত। শিক্ষার্থীদেরকে সততার সহিত জ্ঞান অর্জন করে দেশ, জাতি ও মানুষের কল্যানে নিবেদিত করতে হবে।এই শিক্ষার্থীদের গড়ে তোলার দায়িত্ব আপনার, আমার, সকলের, বিশেষ করে শিক্ষকরা এ দায়িত্ব যত্নসহকারে পালন করবেন। শনিবার বিকেলে সিলেটের কানাইঘাট উপজেলার ফাগু বাশবাড়ী তাহিরিয়া সালাফিয়া মাদ্রাসার কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। তিনি কানাইঘাট কে ইসলামের নগরী / মাদ্রাসার নগরী উল্লেখ করে আরো বলেন, বর্তমান সরকার কথা নয় কাজে বিশ্বাসী ।দেশের প্রত্যেকটি অঞ্চলের সব খানে আজ উন্নয়ন হচ্ছে । তেমনি ভাবে শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এ মাদ্রাসার এমপিওভুক্তি, অবকাটামোগত উন্নয়ন সহ বিভিন্ন সমস্যার ব্যাপারে আমার সর্বাত্বক সহযোগিতা থাকবে। প্রবীণ শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে ও ইকরা বিদ্যানিকেতনের সাবেক শিক্ষক আব্দুল গফুরের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুস সাত্তার, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মামুন রশীদ, মাদ্রসার সুপার মাওলানা মুসলেহ উদ্দিন, বিশিষ্ট লেখক এইচ এম মাওলানা ইসহাক, সাপ্তাহিক অপূর্ব সিলেট ও নিউজচেম্বারটোয়েন্টিফোরডটকম সম্পাদক তাওহীদুল ইসলাম,মাষ্টার নুরুল আম্বিয়া।স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক জয়নাল আবেদীন।বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুর রহমান,মুহা.শরীফ উদ্দিন, আশফাক উদ্দিন মেম্বার প্রমুখ।সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়