Thursday, June 4

জেলা পরিষদ নির্বাচন হচ্ছে


ঢাকা: স্থানীয় সরকারের দক্ষতা বাড়াতে জেলা পরিষদ নির্বাচনের ব্যবস্থা হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, স্থানীয় সরকারকে কার্যকর করার উদ্দেশ্যে তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিসংক্রম করতে হবে। স্থানীয় সরকারের তিনটি স্তরের জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদকে আমরা বিবেচনা করি কিন্তু স্থানীয় সরকারকে পরিকল্পনা এবং বাজেট প্রণয়নের ক্ষমতা দিতে হলে জেলা পর্যায়ে দিতে হবে। তিনি বলেন, জেলা বাজেটের অধীনে এবং জেলার নীতি-নির্দেশনার আলোকেই উপজেলা ইউনিয়ন পরিষদ কার্যক্রম নিতে পারবে। এবারে স্থানীয় সরকারকে পরিকল্পনা ও বাজেট প্রণয়নের বিষয়ে উদ্যোগ নেবার লক্ষ্যে প্রতিটি জেলায় একটি থোক বরাদ্দ প্রদান করার প্রস্তাব করছি। এই বরাদ্দ কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে নির্দিষ্ট দিক নির্দেশনা দেয়া হবে। মন্ত্রী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে হলে কেন্দ্রীয় সরকারের কতিপয় কাজ-কর্মের বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে দায়িত্ব বিভাজন, উপযোগী প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং কেন্দ্রীয় সরকারের রাজস্ব ভাগাভাগির ন্যায্য ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব আরোপ করা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়