Friday, June 12

হবিগঞ্জে জ্বিনের বাদশা গ্রেফতার


নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে চিকিৎসার নামে এক নারী বাউল শিল্পীর সর্বনাশ করার অভিযোগে জ্বিনের বাদশা তান্ত্রিক শাহ বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পেরিনগরের রজনী দাশের কন্যার এ অভিযোগের ভিত্তিতে তান্ত্রিক শাহ বাবুলকে দাউদনগর বাজার এলাকা থেকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাবুল শায়েস্তাগঞ্জ পৌরসভার জগন্নাথপুরের নিজাম উদ্দিনের ছেলে। অভিযোগে জানা গেছে, ওই নারী বাউল শিল্পী চিকিৎসা করাতে একা বাবুলের কাছে তার বাড়িতে যান। বাবুল তার ঘরের একটি কক্ষে বাউল শিল্পীর চিকিৎসা শুরু করেন। এক সময় চিকিৎসার নামে ওই নারী বাউল শিল্পীর সর্বনাশ করেন বাবুল। পরে বাউল শিল্পী শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে বাবুল তার সর্বনাশ করেছে বলে অভিযোগ করেন। এ প্রেক্ষিতে শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে এসআই আতিকুল আলম খন্দকারসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে বাবুলকে গ্রেফতার করে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. ইয়াছিনুল হক বলেন, ‘বাউল শিল্পী বাদী হয়ে বাবুলের বিরুদ্ধে মামলা করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়