Friday, June 12

পেট্রোল বোমা: দগ্ধ একজনের মৃত্যু


কানাইঘাট নিউজ ডেস্ক: পেট্রোল বোমা হামলায় দগ্ধ একজন বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। নিহতের নাম রণজিৎ শর্মা। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চট্টগ্রামের মিরেরসরাইয়ের সাইয়াখালী গ্রামের মৃত অধি মোহন শর্মার ছেলে। রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের অধ্যাপক ছিলেন রণজিৎ শর্মা। গত ২ জুন রাতে ঢাকা থেকে রাঙ্গামাটি যাচ্ছিল ইউনিক পরিবহণের একটি গাড়ি। রাত ১টার দিকে কুমিল্লার চান্দিনায় দুর্বৃত্তরা বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়ে। মুহূর্তেই আগুন ধরে যায় বাসটিতে। দগ্ধ হন বাসের সাত যাত্রী। গুরুতর অবস্থায় প্রথমে তাদের নেয়া হয় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে। দগ্ধদের মধ্যে গুরুত্বর তিনজনকে স্থানান্তর করা হয় ঢামেকের বার্ন ইউনিটে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়