Sunday, May 3

বঙ্গবীরের প্রশ্ন: এরশাদ পুরুষ না মহিলা?


জামালপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ পুরুষ না মহিলা তা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, এরশাদ না পুরুষ-না মহিলা। সকালে এক, বিকালে আরেক। তার কোনো ব্যালেন্স নাই। রবিবার বিকালের দিকে জামালপুরে মুক্তমঞ্চের সামনে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবীর বলেন- ‘খালেদা জিয়া যে বুঝে না এটা তিনি ভালোভাবেই বুঝেন, কিন্তু হাসিনা যে বুঝে না এটা তিনি বুঝেইনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভোটাধিকারের জন্য যুদ্ধ করেছেন। আর বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনা দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে।’ তিনি বলেন, পেট্টল বোমা শুধু বিএনপিই মারেনি আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরাও মেরেছে। অবরোধ-হরতালে কোনো ধনী মানুষ মরেনি, মরেছে শুধু গরীবেরা। এ দেশে সবাই মাতবর। কেউ কারো কথা শুনে না। কাদের সিদ্দিকী বলেন, আগামী ১৫ বছর এভাবে দেশ চলতে থাকলে আওয়ামী লীগ মারা গেলে বিএনপিপন্থী কোনো মৌলভী তার জানাজা পড়াবে না। আর বিএনপি মারা গেলে আওয়ামীপন্থী কোনো মৌলভী তার জানাজা পড়াবে না। তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন- বঙ্গবন্ধু রাজাকার হলে তোমার বাবাও রাজাকার। কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- কৃষক শ্রমিক জনতা লীগ নেতা আনিছুর রহমান, ছাত্র আন্দোলনের নেতা রিফাতুল ইসলাম ও মামুনুর রশিদ মামুন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়