Tuesday, May 12

বয়স ১৫ হলেই জাতীয় পরিচয়পত্র


ঢাকা: এখন থেকে ১৫ বছর বয়স হলেই পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্র। তবে ভোট দিতে হলে তাদের অপেক্ষা করতে হবে ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত। এত দিন পর্যন্ত ১৮ বছর বয়স হলেই কেবল জাতীয় পরিচয়পত্র পেতেন বাংলাদেশের নাগরিকরা। আজ মঙ্গলবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের নিবন্ধনের লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে যাদের বয়স ১৫ থেকে ১৭ বছর তারাও পরিচয়পত্র পাবে। তবে বয়স ১৮ বছর পূর্ণ হলেই তারপর তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এর আগে গতকাল সোমবার নির্বাচন কমিশনের উপসচিব মো. মতিয়ার রহমান স্বাক্ষরিত কমিশনের সভার কার্যতালিকা থেকে জানা যায়, আজকের সভায় ২০০০ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি উঠবে। ইসি সূত্র জানায়, প্রথম পর্যায়ে ১ জুলাই থেকে ১৫ অক্টোবর, দ্বিতীয় ধাপে ১ আগস্ট থেকে ১৪ আগস্ট এবং শেষে ধাপে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে তথ্য সংগ্রহ করবে ইসি। এতে ৭২ লাখ ১৫ হাজার নাগরিকের তথ্য সংগ্রহ করার কথা ভাবছে সংস্থাটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়