Friday, May 8

কানাইঘাটে খোলা আকাশের নিচে পাঠদান


নিজস্ব প্রতিবেদক: দুই বছর পূর্বে কানাইঘাট নয়াফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবনটি ঝুকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ পরিত্যক্ত ঘোষণা করে ভবনটি সিলগালা করে দেন। এরপর থেকে এলাকাবাসীর অনুদানে অস্থায়ী ভাবে নির্মিত টিনসেডের একটি ঘরে স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছিল। সম্প্রতি মাস খানেক পূর্বে টিনসেডের ঘরটি কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়ায় বর্তমানে খোলা আকাশের নিচে নয়াফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন শিক্ষকরা। স্কুলের নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য ম্যানেজিং কমিটির উদ্যোগে তৎকালীন সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের বরাবরে লিখিত দরখাস্ত করা হয়। বিষয়টি তিনি অতিব গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলীর বরাবরে সে সময় ডিও লেটার প্রেরন করেন। কিন্তু দুই বছর অতিক্রম হওয়ার পরও অদ্যবদি পর্যন্ত নয়াফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের কাজের কোন অগ্রগতি হয়নি। যার কারনে স্কুলের ৬ জন শিক্ষকের স্থলে বর্তমানে ৩জন শিক্ষক খোলা আকাশের নীচে তিন শতাধিক ছাত্রছাত্রীদের পাঠদান করাচ্ছেন। স্কুলের পরিত্যাক্ত ভবনের একটি কক্ষ শিক্ষকদের অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই বছর পূর্বে পরিত্যক্ত ভবনটি মারাত্মকভাবে ফাটল হয়ে ঝুকিপূর্ণ অবস্থায় দাড়িয়ে আছে। স্কুলের খোলামাঠে শিক্ষার্থীদের পাঠ দান করাচ্ছেন শিক্ষকরা। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী, সহ সভাপতি আহমদ হোসেন ও স্কুলের প্রধান শিক্ষক আজিজুল হক কানাইঘাট নিউজকে জানিয়েছেন দুই বছর পূর্বে স্কুলটির ভবন শিক্ষার্থীদের পাঠদানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সীলগালা করে দেওয়া হয়। এরপর থেকে একটি ছোট টিনসেডের ঘর ও খোলা আকাশের নীচে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। নতুন একাডেমীক ভবন না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে শিক্ষার্থীদের পাঠদানের লক্ষ্যে টিনসেডের শ্রেণি ঘর নির্মাণের জন্য তারা বার বার কর্তৃপক্ষের নিকট আবেদন নিবেদন করার পরও কোন প্রতিকার পাচ্ছেন না। মাস খানেক পূর্বে এলাকাবাসীর অনুদানে নির্মিত টিনসেডের ঘরটি কাল বৈশাখী ঝড়ে বিধ্বস্ত হওয়ায় সেখানে পাঠদান বন্ধ রয়েছে। বাধ্য হয়ে খোলা আকাশের নীচে শিক্ষার্থীদের কাস নেওয়া হচ্ছে। বর্তমানে বর্ষা মৌসুম শুরু হওয়ায় বৃষ্টির দিনে ছাত্র/ছাত্রীরা স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন। এতে করে তিন শতাধিক শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে শিক্ষার্থীদের পাঠদানের লক্ষ্যে অস্থায়ীভাবে একটি টিনসেডের ঘর নির্মাণের দাবী জানিয়ে বর্তমান স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সেলিমে উদ্দিনের বরাবরে ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসী পক্ষ থেকে দরখাস্ত দেওয়া হয়েছে। এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার শাহার সাথে কথা হলে তিনি বলেন, নয়াফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের নিকট তারা বার বার কাগজপত্র পাঠিয়েছেন। তারপরও ভবনের কাজ শুরু করা হচ্ছেনা। ছাত্র/ছাত্রীদের শিক্ষা জীবনের বিষয়টি বিবেচনা করে এ ব্যাপারে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়