Tuesday, May 5

এখন সিনেমা ঘুরে দাঁড়িয়েছে


সিনেমায় অভিনয়ের মাধ্যমেই দর্শকপ্রিয় রিনা খান। এখনও সিনেমায় নিয়মিত তিনি। পাশাপাশি নাটকেও কাজ করে যাচ্ছেন। নাটক, সিনেমা এবং অন্যান্য বিষয় নিয়ে তিনি কথা বলেছেন আজকের 'আলাপন' বিভাগে অভিনয় অঙ্গনে কেমন সময় কাটাচ্ছেন আপনি? আগের মতোই সমান মনোযোগ এবং পেশাদারিত্ব নিয়ে কাজ করে যাচ্ছি। ধ্যান, জ্ঞান সবই অভিনয়ের জন্য। এছাড়া অন্য কোনো বিষয়ে এ জীবনে আগ্রহ তৈরি হয়নি। বাকিটা সময় এভাবেই পাড়ি দিতে চাই। সিনেমায় এখন কি আগের মতোই ব্যস্ত? প্রতিনিয়তই সিনেমায় কাজ করছি। এখানে বর্তমানে মা, দাদি, খালা এবং বড় বোনের চরিত্রগুলো রূপায়ণ করছি। একগুচ্ছ ছবির কাজ আমার হাতে রয়েছে। এগুলো পরিচালনা করছেন সায়মন তারেক, রাজু চৌধুরী, হাসিবুর রেজা কল্লোল, মোস্তাফিজুর রহমান বাবু, মনির হোসেন মিঠু এবং সত্যরঞ্জন রোমান। টেলিভিশন নাটকেও তো আপনাকে দেখা যায়? হ্যাঁ। নাটকও এখন টকশোর মতো হয়ে গেছে। সম্মানী কমে গেছে। তাছাড়া গল্পের ক্ষেত্রেও অমনোযোগিতা দেখা যায়। সব মিলিয়ে প্রশান্তির জায়গা খুব একটা নেই। তারপরও নাটকে কাজ করি। বর্তমানে বেশ কিছু একখ-ের নাটকে কাজ করেছি। যেগুলো সামনের সময়ে প্রচার হবে। শুনেছি আপনি নাটক পরিচালনায়ও এসেছিলেন? একটি ধারাবাহিক নাটক পরিচালনা শুরু করেছিলাম। ১৩ পর্ব পর্যন্ত শুটিংও হয়েছিল। কিন্তু এরপর টেলিভিশন চ্যানেলগুলো থেকে সহযোগিতা পাইনি। সিন্ডিকেট বাণিজ্যের জন্য আমার নাটকটি প্রচার অনিশ্চিত হয়ে যায়। পরে সাত লাখ টাকা খরচ করে মাত্র দেড় লাখ টাকায় সেটি বিক্রি করেছিলাম। এরপর পরিচালনা থেকে মন উঠে গেছে। এখনকার নাটক ও সিনেমা নিয়ে আপনার মূল্যায়ন কী? আমরা তো আমাদের টেলিভিশন অনুষ্ঠান দেখি না বললেই চলে। এছাড়া বিনোদনের জন্য টেলিভিশন চ্যানেলগুলোর সময় কী পর্যাপ্ত? টেলিভিশনে বিনোদন অনুষ্ঠান খুব বেশি এগোয়নি। অন্যদিকে মাঝে কিছু সময় ভালো না গেলেও এখন সিনেমা ঘুরে দাঁড়িয়েছে। প্রচুর সিনেমা তৈরি হচ্ছে। প্রযুক্তির ব্যবহারও হচ্ছে সেই সঙ্গে। সোহেল আহসান

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়