Sunday, May 24

দাউদ ইব্রাহিমের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ


কানাইঘাট নিউজ ডেস্ক: দাউদ ইব্রাহিম, হাফিজ সঈদ ও জাকিউর রহমান লকভির সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেবে ভারত। ভারত সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা সংস্থার আল-কায়েদা ও তালিবান স্যাংশন কমিটি এই তালিকা তৈরি করেছে। সরকারের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রসংঘের সদস্য হিসেবে পাকিস্তানের কর্তব্য এদের সম্পত্তি বাজেয়াপ্ত করা। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে পাকিস্তানের কাছ থেকে জানতে চাওয়া হবে। যদি এখনও পর্যন্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা না হয়, তাহলে তা শীঘ্রই বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হবে। ইসলামাবাদ না মানলেও, দাউদ যে পাকিস্তানেই আছে সেই মতামতে অবস্থান এখনও অবস্থান করছে ভারত। কূটনৈতিক পন্থায় ভারত এই বার্তা পাকিস্তানের কাছে পৌঁছে দেবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়