Tuesday, May 12

বাংলাদেশি ও রোহিঙ্গাদের ফের সাগরে ভাসিয়ে দিল ইন্দোনেশিয়া!


কানাইঘাট নিউজ ডেস্ক: অবৈধভাবে মালয়েশিয়াগামী বাংলাদেশ ও মায়ানমারের অভিবাসীদের বহনকারী একটি নৌকাকে ফের সাগরে ভাসিয়ে দিয়েছে ইন্দোনেশিয়া! সোমবার অভিবাসীদের বহনকারী নৌকাটিকে ফের সাগরে ভাসিয়ে দেওয়া হয় বলে মঙ্গলবার ইন্দোনেশিয়ার নৌবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বিবৃতিতে নৌবাহিনী জানায়, বাংলাদেশি ও মায়ানমারের রোহিঙ্গা অভিবাসীরা মালয়েশিয়া যেতে বদ্ধপরিকর। তারা ইন্দোনেশিয়া যেতে রাজি না। আবার নিজ দেশেও ফিরতে চায় না। তাই প্রয়োজনীয় খাদ্য ও পানি দিয়ে নৌকাটিকে ফের সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। তবে ইন্দোনেশিয়ার এ সিদ্ধান্তকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে মন্তব্য করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। ধারণা করা হচ্ছে, অবৈধভাবে মালয়েশিয়াগামী আট হাজারের মতো বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী বর্তমানে সাগরে অসহায় অবস্থায় রয়েছে। ইন্দোনেশীয় নৌবাহিনীর মুখপাত্র মনোহন সিমোরাঙ্কির বলেন, নৌকাটিকে সাগরে ঘুরিয়ে দেওয়ার সময় এর যাত্রীরা জীবিত ও সুস্থ ছিল। তিনি বলেন, তারা সহায়তা কামনা করছিল কিন্তু ইন্দোনেশিয়া যেতে প্রস্তুত ছিল না। তারা মালয়েশিয়া যেতে চায়। তাই প্রয়োজনীয় খাবার ও পানির ব্যবস্থা করে আমরা তাদেরকে ফের সাগরে ভাসিয়ে দিয়েছি। এদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র জো লোওরি বলেছেন, যদি এ ঘটনা সত্যি হয়ে থাকে, তাহলে তা সত্যিকার অর্থেই বেদনাদায়ক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়