কানাইঘাট নিউজ ডেস্ক:
উত্তর-পূর্ব ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত দু’জন নিহত হয়েছে। গতকাল রোববার আপারি শহরে ঝড়ে বাড়ির ছাদ ধসে পড়ায় তাদের মৃত্যু হয়।
কাগায়ান প্রদেশের বিপুলসংখ্যক ঘরবাড়ি প্রবল ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছে। বিবিসি জানিয়েছে, ঝড়ের কারণে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ উঁচু ভূমিতে আশ্রয় নিয়েছে।
চলতি ঘূর্ণিঝড়ের নাম নাউল। ঘূর্ণিঝড়প্রবণ ফিলিপাইনে এ বছরে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। ঝড়টি প্রতি ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে আগামীকাল মঙ্গলবার তাইওয়ান ও জাপানে আঘাত হানতে পারে।
প্রসঙ্গত, ফিলিপাইনে এ ধরনের আবহাওয়া প্রায় সাধারণ ব্যাপার। ২০১৩ সালে ঘূর্ণিঝড় হাইয়ানে দেশটিতে সাত হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।
তবে এবার আগেই ঝড়ের পূর্বাভাস অনুযায়ী বিপজ্জনক এলাকাগুলো থেকে অধিকাংশ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়ায় হতাহতের সংখ্যা বেশি হবে না বলে আশা স্থানীয় প্রশাসনের।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়