Thursday, May 7

ভোট কেন্দ্রে কি 'সেলফি' তোলা যাবে?


কানাইঘাট নিউজ ডেস্ক: ব্রিটেনে আজ সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ করা হচ্ছে। অনেকে ইতোমধ্যে ডাক যোগে তাদের ভোট দিয়ে ফেলেছেন। তবে বেশিরভাগ ভোটার আজ ভোট কেন্দ্রে গিয়েই তাদের ভোট দেবেন। ভোট কেন্দ্রে ভোট দেয়ার নিয়ম-কানুন খুব বেশি বদলায়নি। তবে যুক্ত হয়েছে কিছু নতুন নিয়ম। ভোট কেন্দ্রে কি করা যাবে আর কি করা যাবে না, তার কিছু উদাহারণ নীচের তালিকায়: ভোট কেন্দ্রে কি ‘সেলফি’ তোলা যাবে? আইনে কোথাও নেই যে ছবি তোলা যাবে না। কিন্তু নির্বাচন কমিশন ভোট কেন্দ্রের ভেতরে যে কোন ধরনের ছবি তোলাকে কঠোরভাবে নিরুৎসাহিত করে। এর উদ্দেশ্য ব্যালটের গোপনীয়তা বজায় রাখা। অনেক ভোট কেন্দ্রেই ‘ছবি তোলা নিষেধ’ বলে সাইন ঝোলানো থাকে। এরপরও হয়তো অনেকে নির্বাচনে ভোট দিয়ে ‘সেলফি’ তুলে তা সবাইকে জানান দিতে চাইবেন। তাদের জন্য নির্বাচন কমিশনের উপদেশ হচ্ছে, পোলিং স্টেশনের বাইরে গিয়ে সে কাজটি করুন। ভোট দিয়ে তা কি টুইট করা যাবে? ভোট কেন্দ্রের ভেতর থেকে টুইট করার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন। সেটা যদি নিজের ভোটের ব্যাপারেও হয়। তবে কেউ যদি অন্য কোথাও গিয়ে কাকে ভোট দিলেন সেটা ফাঁস করতে চান, তা নিয়ে নির্বাচন কমিশনের আপত্তি নেই। তবে অন্য ব্যক্তি কাকে ভোট দিল, সেটা কোন ভাবেই ফাঁস করা যাবে না। এটা ফৌজদারি অপরাধ। ভোট কেন্দ্রে কি রাজনৈতিক স্লোগান লেখা কাপড় পরে ঢোকা যাবে? না, এরকম পোশাক পরে ভোট কেন্দ্রে ঢোকা যাবে না। যারা রাজনৈতিক দলের টি শার্ট পরবে, তারা ভোট কেন্দ্রে ঢুকতে পারবে না। তবে পুরো বিষয়টি নির্ভর করবে, কি ছবি, কি লেখা পোশাকে আছে তার ওপর। ধরা যাক, কারও টি শার্টে চে গুয়েভারার ছবি, তাকে ভোট কেন্দ্রে ঢুকতে দিতে আপত্তি নেই। কিন্তু তার শার্টে যদি থাকে নির্বাচনে অংশ নিচ্ছে এমন কোন দলের নেতার ছবি, সেটা গ্রহণযোগ্য নয়। পোশাক নিয়ে আর কোন বিধি নিষেধ? হুডি পরে ভোট কেন্দ্রে ঢোকা যাবে, ঢোকা যাবে বোরখা পরেও। এখন কেউ হয়তো পরিচয় গোপন করে জালভোট দেয়ার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কাউকে তার মুখের আবরণ সরাতেই হবে এমন কোন ব্যাপার নেই, পরিচয় নিশ্চিত হতে পোলিং অফিসার অন্য অনেক তথ্য যাচাই করতে পারেন। পুরুষরা খালি গায়ে ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন, কিন্তু মহিলাদের উর্ধাঙ্গ অনাবৃত রাখাটা গ্রহণযোগ্য হবে না। বাচ্চাদের সাথে নিয়ে কি ভোট কেন্দ্রে ঢোকা যাবে? অবশ্যই। ১৮ বছরের কম বয়সী ছেলে-মেয়ে, যারা এখনো ভোটার হয়নি, তাদের ভোট কেন্দ্রে নেয়া যাবে। বাবা-মা তাদের দেখাতে পারেন, কিভাবে ভোট দিত হয়। তবে ব্যালট পেপারে ক্রস চিহ্ণ দেয়ার দৃশ্য তাদের দেখানো যাবে না, বা তাদেরকে দিয়ে সেটা করানোও যাবে না। ব্যালট পেপারে প্রার্থীর উদ্দেশ্যে কি কিছু লেখা যাবে? হ্যাঁ, একজন ভোটার চাইলে তা করতে পারেন, কিন্তু সেই ব্যালট পেপারটি তখন গোণায় ধরা হবে না। ব্রিটেনে এভাবে ইচ্ছে করে ভোট নষ্ট করার একটি রীতি চালু আছে। সূত্র: বিবিসি বাংলা

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়