Saturday, May 2

দৃষ্টি-প্রতিবন্ধীর-লাইভ-খবর-পাঠ-ভিডিও


কানাইঘাট নিউজ ডেস্ক: এই প্রথম কোনো দৃষ্টি প্রতিবন্ধী টিভির পর্দায় লাইভ খবর পড়ল। যা শুধু নেপালের অবস্থা জানিয়েছে তা নয়, একই সাথে বিশ্ববাসিকে অবাক করে দিয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীর খবর পাঠকের নাম শ্রীরামানুজম(১১। পঞ্চম শ্রেণির এই ছাত্রটি তামিল চ্যানেল 'লোটাস নিউজ'-এ শনিবারই প্রথম খবর পড়ে। সে একজন জন্মান্ধ। তার দেখাশুনা সবই মা-বাবার চোখ-কান দিয়ে। আর একটু বড় হয়ে ব্রেইল হাতড়ে পড়া বা জানা। এক টানা ২২ মিনিট লাইভ খবর পড়েছে এই বালকটি। যা দেখে অবাক হয়েছেন টেলিভিশন চ্যানেলটির অন্য সংবাদ পাঠকরা। মজার ব্যাপার, ছেলে টিভিতে কোনো দিন খবর পড়বে, কল্পনাতেও আসেনি মা-বাবার। তাই, ওই মুহূর্তটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। একসময় আপ্লুত মা-বাবার চোখ ভরে যায় পানিতে। শ্রীরামানুজম নেপালের ভূমিকম্পের পরবর্তী অবস্থার আপডেট জানিয়েছে। একই সাথে মাহিন্দা রাজাপক্ষের শুনানিও। সে জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়াল, সেটাও আবার লাইভ। স্বাভাবিক কারণেই স্নায়ুচাপ ছিলই। কিন্তু আরম্ভের জড়তা কাটিয়ে উঠতে বেশি সময় লাগেনি তার। শ্রীরামানুজমের খবর পড়া দেখে উচ্ছ্বসিত হন ওই নিউজ চ্যানেলটির চেয়ারম্যান জিকেএস সেলভাকুমার নিজেও। সেলভাকুমার জানান, প্রতিভা রক্ষায় মানুষকে সচেতন করতে এই কাজটি করল তার চ্যানেল। যাতে তাঁরা চক্ষুদানে এগিয়ে আসেন। এদিকে, শ্রীরামানুজম জানায়, লাইভ খবর পড়ার আগে ছয় বার ব্রেইলে নিজের মতো করে পড়ে স্বাভাবিক হয়ে যায় সে। এর জন্যেই খবর পড়তে তার কোনো সমস্যা হয়নি। জানা গেছে, তাকে দিয়ে চ্যানেলটির বিশেষ সাপ্তাহিক খবর পড়ানো হবে। কিছুদিনের মধ্যেই রোজের খবর পড়তে দেখা যাবে উলিয়ামপালায়মের সরকারি স্কুলের এই ছাত্রকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়