ফারুক আহমদ:
সিলেট নগরীর সুরমা নদীতে নির্মিত কাজিরবাজার সেতু উদ্বোধন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। উদ্বোধনের ব্যাপারে বারবার ঘোষণা আসে। কিন্তু বাস্তব রূপ পায় না বহুল প্রত্যাশিত কাজিরবাজার সেতুর উদ্বোধন। অবশ্য সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) পক্ষ থেকে দাবি করা হয়েছে জুনেই তারা সেতুটি উদ্বোধনের ব্যাপারে আশাবাদী। সেতুটি খুলে দেয়ার পর সিলেটের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগের পাশাপাশি নগরবাসীর জন্য বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে মনে করছেন অনেকে।
সিলেটবাসীকে ২০১৪ সালের ‘বিজয় দিবসের’ উপহার হিসেবে কাজিরবাজার সেতু উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিজয় দিবসের পর গত হয়েছে একুশে, স্বাধীনতা দিবস ও পয়লা বৈশাখসহ নানা উপলক্ষ। কিন্তু উদ্বোধন হয়নি সেতুটি। এবার এসে ঘোষণা হয়েছে নতুন সময়। জুন মাস। সওজ সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী খুরশীদ আলম আলোকিত বাংলাদেশকে জানিয়েছেন, সেতুর মূল অবকাঠামোর নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। সেতুর উত্তর প্রান্তে আরসিসি রোড ও ড্রেন নির্মাণ কাজ চলছে। দক্ষিণ প্রান্তে ৩০০ মিটার সংযোগ রাস্তার কাজ বাকি আছে। এরই মধ্যে রাস্তার মাটিভরাট কাজ শুরু হয়ে গেছে। রাস্তায় বিদ্যুতায়নের কাজও বাকি আছে। তবে জুনের মধ্যেই প্রকল্পের পুরো কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন খুরশীদ আলম। সেতুটি নির্মাণে প্রায় ১২৪ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে জানান তিনি।
সওজ সূত্র জানায়, সিলেট নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীতে নির্মিত হচ্ছে কাজিরবাজার সেতু। চার লেন বিশিষ্ট এ সেতুর দৈর্ঘ্য ৩৯১ এবং প্রস্থ ১৮ দশমিক ৯০ মিটার। ২০০৫ সালের ২৪ ডিসেম্বর তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সেতুটির ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। মূলত সুরমা নদীর সৌন্দর্যবর্ধনের জন্য গ্রহণ করা হয়েছিল এ প্রকল্প। বোরড পাইল ফাউন্ডেশনের ওপর প্রিস্ট্রেসড কংক্রিট গার্ডার সেতুর (স্টিল আর্চসহ) নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৪৪ কোটি ৬৪ লাখ টাকা। এরপর তিন দফা সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু দীর্ঘ ১০ বছরেও সেতুর নির্মাণ কাজ শেষ হয়নি। সেতুর নির্মাণ ব্যয় প্রায় তিনগুণ বেড়েছে। বুধবার আকস্মিক সফরে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোনালেন নতুন ও অনিশ্চিত প্রতিশ্রুতি। বললেন, প্রধানমন্ত্রীর শিডিউল পেতে তিনি কথা বলবেন। সেটা পেলেই জুনের কোনো একদিন উদ্বোধন হবে বহুল প্রত্যাশিত কাজিরবাজার সেতু।
------আলোকিত বাংলাদেশ
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়