কানাইঘাট নিউজ ডেস্ক:
আবারো যুক্তরাজ্যের ক্ষমতা রক্ষণশীলদের হাতেই যাচ্ছে। কিন্তু নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোটগণনার শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত মিলিব্যান্ডের লেবার পার্টিই এগিয়ে ছিল অনেকটা ব্যবধানে।
এরপর হঠাৎ করেই দুই দলের ব্যবধান কমতে থাকে এবং প্রায় একশ’ আসনের ব্যবধানে এগিয়ে যায় রক্ষণশীল দল।
মূলত স্কটল্যান্ডের নির্বাচনী ফলাফলই লেবার পার্টিকে পিছিয়ে দিয়েছে বলে জানিয়েছে সিএনএন। অবশ্য বর্তমান প্রধানমন্ত্রী ক্যামেরনের রক্ষণশীল দলকেও বেছে নেননি স্কটিশরা।
ভোটগণনার প্রথমার্ধে স্কটল্যান্ড ছাড়া যুক্তরাজ্যের বাকি অঞ্চলগুলোতে সামগ্রিকভাবে রক্ষণশীল দল লেবার পার্টির তুলনায় পিছিয়ে থাকলেও এক স্কটল্যান্ডের ফলাফলই দুই দলের মধ্যে ব্যবধান কমিয়ে এনেছে এবং শেষ পর্যন্ত দৌড়ে এগিয়ে গিয়েছে রক্ষণশীল।
স্কটল্যান্ডে লেবার পার্টির শীর্ষ ও অভিজ্ঞ রাজনীতিবিদদের ফেলে স্কটিশরা বেছে নিয়েছেন সেখানকার স্বাধীনতাকামী রাজনৈতিক দল স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতাদের, পাত্তা পাননি রক্ষণশীল বা লিবারেল ডেমোক্র্যাটরাও।
আর এই এক স্কটল্যান্ডই যুক্তরাজ্যাধীন বাকি তিন রাজ্য- ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডসহ গোটা দেশটির নির্বাচনী ফলাফলের ওপর প্রভাব ফেলেছে।
এমনকি একটি আসনে প্রবীণ ও অভিজ্ঞ লেবার পার্টির নেতাকে ছেড়ে স্কটিশরা বেছে নিয়েছেন ২০ বছরের তরুণী মাহাইরি ব্ল্যাককে, যা গত সাড়ে তিনশ’ বছরে বৃটিশ নির্বাচনের ইতিহাসে রেকর্ড। ১৬৬৭ সালের পর যুক্তরাজ্যে এত অল্পবয়স্ক কোনো ব্যক্তিই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হননি।
স্কটল্যান্ডের মোট ৫৯টি আসনের তিনটি আসন ছাড়া বাকি ৫৬টি আসনেই এসএনপি জয়ী হয়েছে এবং ধসিয়ে দিয়েছে সেখানকার লেবার পার্টি, রক্ষণশীল ও লিবারেল ডেমোক্র্যাটদের দুর্গ।
সর্বশেষ খবর অনুযায়ী- মোট সাড়ে ছয়শ’’ আসনের মধ্যে রক্ষণশীলরাই এখন পর্যন্ত জয়ী তিন শতাধিক আসনে। এর পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে লেবার পার্টি, ২২৮টি আসন নিয়ে।
এছাড়া এসএনপি ৫৬টি, ডিইউপি আটটি, লিবারেল ডেমোক্র্যাট আটটি, এসএফ চারটি এবং অন্যান্য দল ১১টি আসনে জয়লাভ করেছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়