কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট সদর উপজেলার খাদিমনগর এলাকা প্রায় ৩০ ঘণ্টা ধরে বিদ্যুতবিহীন রয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে এলাকার সর্বস্তরের মানুষ শুক্রবার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সিলেট মহানগরীর উপকণ্ঠে খাদিমনগর এলাকায় বিদ্যুৎ নেই। এ ব্যাপারে জনমনে প্রচণ্ড ক্ষোভের আভাস পেয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ রাতে মাইকিং করে জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। মাঝখানে রাত ৩টার দিকে আধঘণ্টার জন্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়; কিন্তু এরপর আর বিদ্যুৎ বা বিদ্যুৎ কর্তৃপক্ষের কোন দেখা নেই।
এদিকে বিদ্যুৎ যন্ত্রণায় অতীষ্ঠ খাদিমনগর এলাকাবাসী শাহপরান গেইটে শুক্রবার বিকেল ৪টা থেকে প্রায় এক ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন।
Friday, May 15
এ সম্পর্কিত আরও খবর
আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইসকনের চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতি
সিলেটের ৩ বন্দর-স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ভারতের লোকজনের বাধা ও পণ্য পরিবহন জটিলতায় সিলেটের স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তান
যাত্রাবাড়ীর সংঘর্ষে কোনো শিক্ষার্থী নিহত হয়নি: ডিএমপি রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহিদ সোহরাওয়
টাঙ্গাইলে মা ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যার অভিযোগ টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ভোর রাতে এক প্রবাসীর ঘরে আগুনে তার স্ত্রী ও
আরেকবার সুযোগ চান মনজুর চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক পাওয়ার পর শুক্রবারে মাঠে নেমেছেন বিএনপি স
চার দিন বন্ধ থাকবে মেট্রোরেলের শাহবাগ স্টেশন নিরাপত্তা ব্যবস্থার কারণে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়