Friday, May 15

সিলেট-তামাবিল সড়ক অবরোধ:৩০ ঘন্টা ধরে বিদ্যুৎবিহীন খাদিমনগর


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগর এলাকা প্রায় ৩০ ঘণ্টা ধরে বিদ্যুতবিহীন রয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে এলাকার সর্বস্তরের মানুষ শুক্রবার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সিলেট মহানগরীর উপকণ্ঠে খাদিমনগর এলাকায় বিদ্যুৎ নেই। এ ব্যাপারে জনমনে প্রচণ্ড ক্ষোভের আভাস পেয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ রাতে মাইকিং করে জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। মাঝখানে রাত ৩টার দিকে আধঘণ্টার জন্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়; কিন্তু এরপর আর বিদ্যুৎ বা বিদ্যুৎ কর্তৃপক্ষের কোন দেখা নেই। এদিকে বিদ্যুৎ যন্ত্রণায় অতীষ্ঠ খাদিমনগর এলাকাবাসী শাহপরান গেইটে শুক্রবার বিকেল ৪টা থেকে প্রায় এক ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়