Tuesday, May 5

বিদ্যুৎ ছাড়াই চলবে সব বৈদ্যুতিক যন্ত্র!


কানাইঘাট নিউজ ডেস্ক: একটু ভাবুন তো- আপনার ঘরে যেসব বৈদ্যুতিক যন্ত্র আছে, সেগুলোর সবক'টিই কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ ছাড়াই আপনাকে বছরের পর বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে! অবাক হচ্ছেন তো? কিন্তু অবাক হওয়ার মতো ঘটনাটি বাস্তবেই সম্ভব হতে পারে! ক্ষুদে একটি যন্ত্র নিয়ে মাতামাতি শুরু হয়েছে খুলনার মংলায়। এই যন্ত্রটি মোবাইলে বসালের সাথে যুক্ত করে নিলেই আর কখনো মোবাইলটির চার্জ শেষ হওয়ার সুযোগ নেই, বিদ্যুৎ বা সৌরশক্তি ছাড়াই এটি নিজে নিজে শক্তি তৈরি করে মোবাইলের ব্যাটারি সক্রিয় রাখতে কাজ করবে যন্ত্রটি। বলা হচ্ছে- মংলার শেহালাবুনিয়া এলাকার মুসলিম পাড়া গ্রামের মৃত মমিনুল হকের ছেলে মিজানুর রহমান মানিকের আবিষ্কারের কথা। ফোনে ইন্টারনেট ব্যবহার করতেন পেশায় কম্পিউটার প্রকৌশলী এই ব্যক্তি। এই কাজে কোনো ক্লান্তিবোধ তিনি না করলেও সব ক্লান্তি যেন তার মোবাইলই অনুভব করে! হাঠাৎ হঠাৎ চার্জ ফুরিয়ে যায়। এ কারণে প্রায়ই মানিককে পড়তে হয় বিড়ম্বনায়। এই সমস্যা দূর করার ভূতই মাথায় চেপে বসলো মানিকের, আবিষ্কারের নেশার ভূত। কাজ শুরু করে দিলেন। কিন্তু হচ্ছে না। মাঝপথে গিয়ে বার বার হোঁচট খেতে হয়। লোকের হাসাহাসিতে কান না দিয়ে নিজেকেই প্রশ্ন করেন কেন, 'কেন পারবো না?' অবশেষে একদিন মানিক পাড়ি দিতে পারলেন হতাশার সাগর, তৈরি করে ফেললেন নিজের প্রয়োজনের বস্তুটি- কল্পনা পরিণত হলো বাস্তবে। নতুন যন্ত্রটি সত্যিই কাজ করছে। বিদুৎসংযোগ ছাড়াই মোবাইল চলবে যে যন্ত্রটির মাধ্যমে, তার নাম মানিক রেখেছেন 'ফিডব্যাক পাওয়ার সিস্টেম'। পরিবর্তন ডটকমকে মানিক জানান, এটি একটি স্বয়ংক্রিয় সেলফ চার্জিং পদ্ধতি। এই পদ্ধতি মূলত শক্তির বিকল্প উৎস হিসেবে কাজ করে। যে কোনো 'ডিসি সোর্স' থেকে 'ফ্র্যাকশনাল ভোল্টেজ' (fractional voltage) নিয়ে 'বুস্টারে' (Booster) পাঠিয়ে এটি চার্জ করে। তিনি আরো জানান, বাজারে বিদ্যুৎ শক্তি ধরে রাখার জন্য পাওয়ার ব্যাংক পাওয়া গেলেও সেগুলোকেও বিদ্যুৎ দিয়েই চার্জ করতে হয়। আর 'ফিডব্যাক পাওয়ার সিস্টেম'-এর কখনো বিদ্যুৎ শক্তির প্রয়োজনই হবে না। এটি মোবাইলে বসানো থাকলে বিদ্যুৎহীন দুর্গম এলাকাতেও আপনার মোবাইল বছরের পর বছর ধরে নির্বিঘ্নে কাজ করবে। মানিক বলেন, 'পৃথিবীতে এ ধরনের আবিষ্কার হয়েছে বলে আমার জানা নেই। এছাড়া ‘ফিডব্যাক পাওয়ার সিস্টেম’ ব্যবহার করে বাড়িঘর থেকে কল-কারখানা, সব জায়গায় বিদ্যুতের যোগান দেওয়া সম্ভব। ফলে প্রচুর জ্বালানির খরচ বেঁচে যাবে।' মানিকের ইচ্ছা দেশকে সহযোগীতার। আর এ জন্য প্রয়োজন সরকারি বা বেসরকারি পর্যায়ে আর্থিক পৃষ্ঠপোষকতা। মানিকের সাথে যোগাযোগের ঠিকানা: মোবাইল: ০১৭৯৭৩১৩৭৩৪

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়