ঢাকা: রাজধানীর ১৪ ওয়ার্ড (কাফরুল থানা) যুবদলের সাবেক সভাপতি নুরুল হক (৩৮) ঢাকা কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন কারাভোগ শেষে জামিনে বের হয়েই মারা গেছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে বিকালে তার জামিন হলেও তার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার পর বিকাল সাড়ে ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহতের আত্মীয় আবদুস সালাম সরকার জানান, গত ২২ মার্চ’-২০১৫ রাজধানীর শেওড়াপাড়া অলী মিয়ারটেক এলাকায় নিজের ‘হক ইঞ্জিনিয়ারিং’ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মিরপুর থানা পুলিশ নুরুল হককে থানায় ধরে নিয়ে যায়। এরপর তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়ের করা হয়। এতো দিন নুরুল কারাগারেই ছিলেন।
নুরুল হক ১৪নং ওয়ার্ডের (কাফরুল থানা) যুবদলের সাবেক সভাপতি ও বর্তমানে ঢাকা উত্তর যুবদলের সদস্য ছিলেন।
নুরুল হকের বাবা মৃত মোজাম্মেল হক। স্ত্রী সুলতানা। তাদের বাসা ২৯৮, শেওড়াপাড়া কাফরুল এলাকায়।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়