Thursday, May 7

কানাইঘাটে দীর্ঘদিন পর পৈত্রিক সম্পত্তি ফিরে পেয়েছে একটি হিন্দু পরিবার


নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর কানাইঘাট সদর ইউপির বীরদল পুরানফৌদ গ্রামের একটি হিন্দু পরিবার তাদের পৈত্রিক সম্পত্তি পিরে পেয়েছে। উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জমি জমা নিয়ে বীরদল পুরানফৌদ গ্রামের মৃত অমূল্য কুমার দাস ও অতুল চন্দ্র দাসের পরিবারের মধ্যে বিরোধ ছিল। বিরোধীয় ভূমির ২৯ শতক ফসলী জমি কাগজপত্রের সূত্র ধরে এস.এ ও রেকর্ড মূলে মালিক হয়ে মৃত অমূল্য কুমার দাসের পুত্র অসীম দাস ও অশীত দাস এবং আকল রাম দাসের মেয়ে স্থানীয় ইউপি সদস্যা দিপ্তী রানী দাস গং মালিক হয়ে বীরদল পুরাণফৌদ মৌজার ২৯ শতক ভূমির সীমানা নির্ধারণ করে টিনসেডের ঘর ও বিভিন্ন প্রজাতির চারা রোপন করেছেন। বর্তমানে ২৯শতক ভূমি অসীম দাস গংদের দখলে রয়েছে। দীর্ঘদিন পর জমিজমা ফিরে পেয়ে দরিদ্র পরিবারের সদস্যরা আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন। এলাকাবাসী এক্ষেত্রে তাদের সহযোগিতা করেছে বলে ইউপি সদস্যা দিপ্তী রানী দাস জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়