Saturday, May 9

কানাইঘাটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত।। অটোরিক্সা চালক ফয়সল আহমদের খুনীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস ।।


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডের অটোরিক্সা চালক ফয়সল আহমদের খুনীদের গ্রেফতারের দাবীতে উপজেলার ১০টি যৌথ পরিবহন শ্রমিক সংগঠনের ডাকে অনুষ্ঠিত আগামী সোমবার থেকে শুরু হওয়া কানাইঘাটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। যৌথ পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুক্রবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী বৈঠক বসেন। তিনি ফয়সল আহমদ হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস প্রদান করলে যৌথ পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আগামী সোমবার থেকে শুরু হওয়ায় কানাইঘাটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করেন। বৈঠকের সময় উপস্থিত ছিলেন উপজেলা যৌথ পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ, শ্রমিক নেতা শামীম আহমদ, আব্দুল খালিক, আলমাছ উদ্দিন, ফয়সল আহমদ, আফতাব উদ্দিন, হেলাল আহমদ, রামপ্রসাদ রায় প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়