Sunday, May 10

ফ্রিতে নিন ইন্টারন্যাশনাল মাষ্টার কার্ড | সাথে থাকছে ২৫ ডলার ফ্রী ব্যালেন্স !!

পেওনার মাষ্টার কার্ড কি?

পেওনার মাষ্টার কার্ড হচ্ছে ইউএস পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্টের একটি ভার্চুয়াল ব্যাংক হিসাব এবং এটি ইউএস ডলার ধারন করে।২০০৭ সাল থেকে বাংলাদেশসহ বিশ্বের ২০০টি দেশে এটি ব্যবহ্রত হচ্ছে। ইউএস পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট তাদের ব্যবসা প্রসারের জন্য প্রতিটি কার্ডের সাথে ২৫ ডলার ফ্রি ব্যালেন্স দিচ্ছে, তবে এই অফার একটি নির্দিষ্ট সময়ের জন্য।



Sign up now and receive a payment, and earn $25! 
Sing up Link: http://share.payoneer-affiliates.com/v2/share/6147284622986799986

  • অনলাইন শপিং।
  • অনলাইন বিল উত্তোলন ও প্রদান।
  • অনলাইনে অর্জিত টাকা উত্তোলন।
  • বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে অর্জিত টাকা উত্তোলন।
  • অনলাইনে মিউজিক সিডি, ল্যাপটপ, সফটওয়্যার, জুয়েলারী, বই, বিভিন্ন গিফট, ডোমেইন স্পেসসহ আরো অন্যান্য অনলাইন শপিং এর কাজে ব্যবহার করতে পারবেন।
  • ফেসবুক, টুইটার, গুগুল প্লাস, গুগুল, ইয়াহু সহ অন্যন্য সকল সামাজিক যোগাযোগ সাইটে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের কাজে ব্যবহার করতে পারবেন।
  • ওডেক্স, ফ্রিল্যান্সার সহ অন্যান্য জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইটে টাকা উত্তোলন ও বিল প্রদানের জন্য ব্যবহার করতে পারবেন।

পেওনার মাষ্টার কার্ড দিয়ে বাংলাদেশে কিভাবে টাকা উত্তোলন করবেন?

বাংলাদেশের ডাচ-বাংলা ব্যাংক, স্ট্যান্ডার্ড-চার্টাড ব্যাংক ও জনতা ব্যাংক এর এটিএম বুথ থেকে অন্যান্য মাষ্টার কার্ডের মত টাকা উত্তোলন করতে পারবেন । এই কার্ড দিয়ে পৃথিবীর যে কোন দেশ থেকে ২০ $  থেকে ২০০০ $ পর্যন্ত টাকা তুলতে পারবেন !



পেওনার মাষ্টার কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন?

ধাপ-১: সাইনআপসাইনআপ করার জন্য Sing up Link: http://share.payoneer-affiliates.com/v2/share/6147284622986799986  লিংকটি ওপেন করে সাইনআপ বাটনের উপর মাউসের ডান বোতাম চেপে “ওপেন লিংক ইন নিউ উন্ডোতে ক্লিক করে যথাযথ তথ্য প্রদান করুন।

এরপর ধাপ-২ ও ধাপ-৩ এর তথ্যগুলো যথাযথ প্রদান করে চেকবক্স গুলোতে টিক মার্ক দিয়ে ওকে করুন।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে ৪৮ ঘন্টার মধ্য জানিয়ে দিবে আপনাকে ওরা মাষ্টার কার্ড দিবে কিনা ।
যদি এ্যাপ্রোভ হয় তবে আমেরিকায় থাকলে দশ দিন ও আমেরিকার বাইরে ২৫ দিনের মধ্য পোষ্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিবে । আমি অবশ্য ২৫ দিনের মাথায় পেয়েছি । পোষ্টমাষ্টার কে বলে রাখলে ভাল হবে।

কার্ডটি হাতে পেলে Payoneer এ্যাকাউন্ট লগাঅন করুন এবার কার্ড এ্যাকটিভ ক্লীক করুন। কার্ডের সাথে কাগজে দিক নির্দেশনা দেয়া থাকবে কিভাবে চালু করতে হবে। তবু বলছি আগে কার্ড নাম্বার প্রবেশ করুন তারপর আপনার পছন্দ মত চার সংখ্যার পিন নাম্বার দিন এবার চালু বাটনে ক্লীক করলেই কার্ড চালু। পিন নাম্বার মনে রাখা জরুরী। এবার আপনার ড্যাশবোর্ডে চালু হয়েছে কিনা কনর্ফাম ম্যাসেজ আসবে ।এই কার্ড দিয়ে পূথিবীর যেকোন ডেভিড বুথ থেকে টাকা উঠানো যাবে ।

কি ভাবে পেওনার অ্যাকাউন্ট খুলবেন ?

Sing up Link: http://share.payoneer-affiliates.com/v2/share/6147284622986799986   লিঙ্কে ক্লিক করার পরে SIGN UP এ ক্লিক করুন।  তখন  নিচের মত একটি পেজ পাবেন-



এখন এইখানে ৩ টি ধাপ আপনাকে পুরুন করতে হবে।
  • Cardholder details
  • Card Account Information
  • Registration Verification
৪। এখন Cardholder Details এর বাম পাশে ক্লিক করে সঠিক ভাবে আপনার National ID Card/ Passport অনুযায়ী পূরণ করুন। নিচে একটি Sample দেওয়া হলঃ

  • First Name On Your ID:   MD MOHI
  • Last Name on Your ID:    UDDIN
  • Date of Birth:                      January/20/1964
  • Email Address:                   example@gmail.com (আপনার Email Address)
  • Retype Email Address:     example@gmail.com (পুনরায় আপনার Email Address)
  • Country:                              Bangladesh
  • Home Address:                  Vill-Sonarua, Word-3, Torgaon (আপনার বাসার ঠিকানা) -১ম লাইন
  • Kapasia, Gazipur-1730 (আপনার বাসার  ঠিকানা) -২য় লাইন
  • City:                                       Gazipur
  • Zip/Postal Code:                 1730 (পোস্টাল  কোড)
  • Phone Number:                 +8801912764716 ( আপনার ফোন নাম্বার) – এইখানে আপনার মোবাইল নাম্বার ও দিতে পারেন ।
  • Mobile Number:                +8801912764716 ( আপনার মোবাইল  নাম্বার)



আপনার কার্ড যদি অন্য কোন ঠিকানায় আনতে চান তাহলে উপরের চিত্রের নিচের দিকে  দেওয়া Check Box এ টিক দিয়ে নতুন ঠিকানা দিনঃ




এখন Card Account Information এর বাম পাশে  ক্লিক করুন এবং নিচের চিত্র অনুযায়ী তথ্য দিনঃ




এখন Registration Verification এর বাম পাশে  ক্লিক করুন এবং নিচের চিত্র অনুযায়ী তথ্য দিনঃ
  • National ID Card
  • Passport
  • Driver Lisence
উপরের ৩ টির মদ্ধে যেকোনো  একটি সিলেক্ট করে ID Number দিনঃ




 এখন সব ঠিক ভাবে পূরণ করে Finish এ ক্লিক করুন । আপনার Payoneer এর Registration সম্পন্ন হল।
ইমেইল চেক করুন যদি ফটো আইডি স্ক্যানিং করে পাঠাতে বলে তবে পাঠিয়ে দিন আর যদি Declined দেখায় তবে নিচে সমাধান দেখুন ।
Payoneer Application Declined সমস্যার সমাধান নিন ।
>>> বর্তমানে application করার সাথে সাথেই decline করে দেয়। ছবিটা এরকম





এখন এপ্লিকেশন ডিক্লাইন হবার পর আপনি এই সাইটে যাবেন http://www.payoneer.com/emailform.aspx
ফর্মটা এভাবে পূরণ করতে পারেন…





আপনার নাম, ই-মেইল সঠিক ভাবে পূরণ করবেন। Program/Partner এর ঘরে Others দিতে পারেন। যদি আপনি কোন Program এর সাথে থাকেন সেক্ষেত্রে নাম উল্লেখ করতে পারেন। Choose a category for your question এর ঘরে Account Applications নির্বাচন করুন। Choose the subject of your question এর ঘরে My application was declined and I’m requesting to have it reconsidered. Your questions or comment এর ঘরে আপনার কথা লিখুন। এরপরে সাবমিট করুন।
এরপর আপনার ই-মেইলে একটা মেইল আসবে। মেইলটা দেখতে কিছুটা এরকম…





তবে এক্ষেত্রে আমার একটা সাজেশন আছে। সেটা হল approve হবার আগে আপনি ওদের কাস্টমার সার্ভিসে চ্যাট করলে বিষয়টা আরো দ্রুত হবে। চ্যাট করতে এই লিঙ্কে যাবেন http://www.payoneer.com/contactUs.aspx




এখন ওদের Live Help Offline এ আছে। সোমবার থেকে শুক্রবার ওদেরকে পাওয়া যায়। তবে চ্যাট করার সময় Security Ques এর answer প্রদান করতে হবে।
আশা করি Payoneer নিয়ে সকলের বর্তমান অসুবিধা কিছুটা হলেও সমাধান হবে।

Note:  Payoneer আপনাকে Mail করে National ID/ Passport or Driving Lisence এর Scan কপি আপলোড করতে বলবে ।
স্ক্যান করে পাঠিয়ে দিবেন ।
কার্ড Approve হলে আপনাকে Shipping Date মেইল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সাধারনত কার্ড আসতে ২০ থেকে ৩০ দিন লাগে। DHL এর মাধ্যমে ৬০ ডলার খরচ করে ৩ দিনে আপনার কার্ড পেতে পারেন।


Payoneer এর Account Approve হয়ে যাবে ইনশাল্লাহ। Approve হলে নিচের মত একটা মেইল পাবেনঃ
Dear Md Monzorul,
Congratulations!
Your Payoneer Prepaid Debit MasterCard® card order has been approved!
Your card will be shipped by Regular mail.
Your card is estimated to arrive between 17 Apr 2013 and 24 Apr 2013
আপনি আরো যে যে কাজে কার্ডটি ব্যবহার করতে পারবেন???
  • অনলাইন শপিং।
  • অনলাইন বিল উত্তোলন ও প্রদান।
  • ওডেক্স, ফ্রিল্যান্সার সহ অন্যান্য জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইটে টাকা উত্তোলন ও বিল প্রদানের জন্য ব্যবহার করতে পারবেন।
  • ফেসবুক, টুইটার, গুগুল প্লাস, গুগুল, ইয়াহু সহ অন্যন্য সকল সামাজিক যোগাযোগ সাইটে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের কাজে ব্যবহার করতে পারবেন।
Payoneer  এর  Virtual US Bank Account 
চিন্তা করছেন কার্ড এর জন্য আতদিন  অপেক্ষা করবেন । কার্ড Approve হওয়ার সাথে সাথে আপনি পাবেন Payoneer এর US Virtual Bank Account এর ( Routing Number এবং Account Number) . কার্ড আসার আগেই আপনি এই Virtual Bank Account ব্যাবহার করে আপনার Paypal Verify করতে পারবেন। এই USA এর Virtual Bank Account কে Payoneer এর US Payment Service বলা হয়। আপনার Payoneer এর কার্ড Approve হলে আপনার Payoneer অ্যাকাউন্ট এ Login করুন তাহলেই US Payment Service নামে একটা option দেখতে পাবেন ।
NOTE: US Payment Service Option টা আপনার Payoneer এর অ্যাকাউন্ট  Approve হওয়ার পরে দেখতে পারবেন।



পেয়ে তো গেলেন আপনার USA এর Virtual Bank এর Routing and Account Number.

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়