কানাইঘাট নিউজ ডেস্ক:
ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিরা। আনসার বাংলা-৮ নামের একটি টুইটার একাউন্ট থেকে বলা হয়েছে, আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যাকাণ্ডের এক ঘণ্টা পর মঙ্গলবার সকাল ১০টা ২৬ মিনিটে আল-কায়েদা এ দায় স্বীকার করে।
মঙ্গলবার সকালে মুখোশ পরা কয়েক দুর্বৃত্ত অনন্তকে কুপিয়ে হত্যা করে। তবে পুলিশ হত্যার উদ্দেশ্য ও হত্যাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত নয়। অনন্ত মুক্তমনা ব্লগে লিখতেন। তিনি গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন। এছাড়া তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রকাশিত যুক্তি পত্রিকার সম্পাদনার কাজে দায়িত্বরত ছিলেন।
গত ৩ মে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখা মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়সহ কয়েকজন প্রগতিশীল লেখককে হত্যার দায় স্বীকার করে। তবে এই সংগঠনটি বাংলাদেশে সক্রিয় কিনা, সে ব্যাপারে বাংলাদেশের গোয়েন্দাদের কাছে তেমন কোনও তথ্য নেই। অনন্ত অভিজিৎ হত্যাকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন।
মঙ্গলবার অনন্ত হত্যাকাণ্ডের এক ঘণ্টার পরই সকাল ১০টা ২৬ মিনিটে আনসার বাংলা ৮ একটি টুইটে বলে, ‘আল্লাহু আকবার!!! বাংলাদেশে আরও একজনকে হত্যা করা হয়েছে। শিগগিরই আমাদের অপারেশন টিমের কাছ থেকে খবরটি নিশ্চিত করব আমরা।’ এক ঘণ্টা পর আরেকটি টুইটে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ, আমাদের ভাইয়েরা ১০০% নিরাপদ।’
এরপর পৌনে ১২টায় আরেকটি টুইটে বলা হয়, ‘আল-কায়েদা ইন ইনডিয়ান সাবকন্টিনেন্ট সিলেটে অনন্ত বিজয় হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে।’
পরের টুইটগুলোয় আনসার বাংলা-৮-এর নাম ব্যবহার না করে এই হত্যাকাণ্ডের দায়িত্ব একিউআইএসের নামে চালানোর অনুরোধ করা হয় সাংবাদিকদের।
বাংলাদেশে এর আগে ব্লগার হত্যাকাণ্ডের পেছনে আনসারুল্লাহ বাংলা টিমের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। আল-কায়েদার সঙ্গে এই সংগঠনের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপ-কমিশনার (ভারপ্রাপ্ত) এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, যে নামেই স্বীকার করুক, আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরাই ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যা করেছে। এ ব্যাপারে আমরা নিশ্চিত। তারপরও সার্বিক বিষয় গোয়েন্দারা খতিয়ে দেখছেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়